ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসি ল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে আটক

প্রকাশিত: ০৯:৫৪, ২৩ মার্চ ২০২০

এসি ল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে আটক

অনলাইন ডেস্ক ॥ মামলার রায় নিজের পক্ষে নেওয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) উৎকোচ দিতে গিয়ে হাতেনাতে আটক হলেন দ্বিজেন দাস নামের এক ব্যক্তি। পরে ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে এমন কাজ করবেন না এমন মুচলেকা দিয়ে রক্ষা পান দ্বিজেন দাস। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার কাহারোল উপজেলা ভূমি অফিসে। জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলা ভূমি অফিসে, অফিস চলাকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের দ্বিজেন দাস নামে এক লোক সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলমকে উৎকোচ প্রদানের চেষ্টা করেন। পরে দ্বিজেন দাসকে সঙ্গে সঙ্গে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম। রমিজ আলম জানান, অফিসে একটি খায়খালাসি মামলার শুনানি চলমান আছে। আটক ব্যক্তি মামলার বাদি পক্ষ। তিনি তার পক্ষে রায় পাওয়ার জন্য উৎকোচ প্রদানের মাধ্যমে প্রলুব্ধ করার চেষ্টা করেন যা আইনত দন্ডনীয় অপরাধ। তবে, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে এবং ভুল বুঝতে পেরে মা প্রার্থনা করেন। ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। তিনি বলেন, উপজেলা ভূমি অফিস ঘুষমুক্ত। কেউ উৎকোচ নিলে বা কেউ দেওয়ার চেষ্টা করার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, মো. রমিজ আলম বীরগঞ্জ উপজেলায় এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কাহারোল উপজেলাতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
×