ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান

প্রকাশিত: ০০:১০, ২৩ মার্চ ২০২০

পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরানের ওপর আমেরিকার একতরফা ও বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করার জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান।ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ রোববার তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশির সঙ্গে এক টেলিফোনালাপে ওই কৃতজ্ঞতা জানান। টেলিফোনালাপে একই সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার কাজে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করার জন্যও কুরেশিকে ধন্যবাদ জানান জারিফ। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী প্রাণঘাতী এই রোগ থেকে মুক্তি পেতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেন। এ সময় ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাকিস্তান যেসব প্রচেষ্টা চালিয়েছে তা তুলে ধরেন পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। ইরানের সীমান্তবর্তী পাকিস্তানি এলাকাগুলোতে করোনাভাইরাস শনাক্ত করার কাজে তেহরান সহযোগিতা করার যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান কুরেশি। ২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস দেখা দেয়। বর্তমানে ১৮৫ দেশে প্রাণঘাতী এ রোগ ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের শতকরা ৯০ ভাগ জনগোষ্ঠী এখন এ রোগের ঝুঁকির মধ্যে রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযাযী, বিশ্বব্যাপী তিন লাখের বেশি মানুষ এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৯৬ হাজার মানুষ সুস্থ হয়েছেন এবং ১৩ হাজারের বেশি প্রাণ হারিয়েছেন।
×