ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এপ্রিলে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে ॥ খোকন

প্রকাশিত: ১০:৫২, ২৩ মার্চ ২০২০

 এপ্রিলে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে  পারে ॥  খোকন

স্টাফ রিপোর্টার ॥ আগামী এপ্রিল মাসের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সঙ্গে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার পর তিনি এমনটাই মনে করছেন। এছাড়া প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেয়া ছিল মারাত্মক ভুল বলে মন্তব্য করেছেন তিনি। রবিবার দুপুরে নগরভবনের ব্যাংক ফ্লোরের সভাকক্ষে সিটি কর্পোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটির জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে জেনারেল শরীফ আহমেদ, ঢাকার উপ-সিভিল সার্জন, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি,সমাজসেবা অধিদফতরের প্রতিনিধি এবং কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, প্রবাসীরা অবাধে বিচরণ করার মাধ্যমে করোনা ছড়িয়ে দেয়ায় প্রাণহানি বেড়ে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেয়া ছিল মারাত্মক ভুল। সিটি কর্পোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলে মত দেন তিনি।
×