ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উহানে আতশবাজি

প্রকাশিত: ১০:৫০, ২৩ মার্চ ২০২০

 উহানে আতশবাজি

করোনার তাণ্ডবে বিধ্বস্ত ইউরোপের কয়েকটি দেশ। করোনার থাবায় ইউরোপের বিভিন্ন শহর যখন লাশের নগরীতে রূপ নিচ্ছে তখন একেবারেই উল্টো চিত্র দেখা গেল ভাইরাসটির আঁতুড়ঘর চীনের উহানে। সারাবিশ্ব যখন করোনা আতঙ্কে সব কিছু বাতিল করেছে সেখানে এর উৎপত্তিস্থল সেই উহানের আকাশ আলো করে ফুটছে আতশবাজি। ঠিক যেন নববর্ষ উদযাপন চলছে। জানা গেছে, সারাবিশ্বে যখন করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে তখন উহানে টানা তিন দিন কোন কোভিড-১৯ রোগী ধরা পড়েনি। যে কারণে শহরটি তার লকডাউন পরিস্থিতি উঠিয়ে নিয়েছে। নিরাপত্তাজনিত সব চৌকি সরিয়ে নেয়া হয়েছে। ঘরে ফিরতে শুরু করেছেন দীর্ঘ আড়াই মাস ধরে হাসপাতালে নিরলস সেবা দিয়ে যাওয়া চিকিৎসক-নার্সরা। ফের স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছেন উহানবাসী। করোনা মুক্তিকে চীনের ইতিহাসের সেরা অর্জন বলে দাবি তাদের। আর এই অর্জন উদযাপন করতে আতশবাজি পুড়িয়ে আকাশ আলোকোজ্জ্বল করেছেন উহানবাসী। -সাউথ চায়না মর্নিং পোস্ট
×