ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলছে ইনডোর গেম

প্রকাশিত: ১০:৫০, ২৩ মার্চ ২০২০

  চলছে ইনডোর গেম

করোনার আতঙ্ক যাতে মনে ভর না করে, তার জন্য নানা উপায় অবলম্বন করছেন মানুষ। এই পরিস্থিতিতেও নিজেকে মানসিকভাবে শক্ত রাখতে নানা ঘটনা পোস্ট করছেন অনেকে। করোনা থেকে বাঁচতে সারাবিশ্বেই জারি করা হয়েছে কঠোর নিয়ম-কানুন। ভিড় এড়িয়ে চলতে বলা হচ্ছে। বারবার নিজেকে গৃহবন্দী রাখার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সরকারী স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্মস্থান, সব ভিড় ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। নিজের বাড়িতেই কোয়ারেন্টাইন অনেকে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, ঘর থেকে বাইরে না বেরিয়েই টেনিস খেলে সময় কাটাচ্ছেন। তাও আবার জানালা থেকে জানালায়। নোভেল করোনাভাইরাস তাদের মনোবল ভাঙতে পারেনি, খেলতে- খেলতে সেটাই বুঝিয়েছেন তারা। জানালা দিয়ে হাত বাড়িয়ে চলে ব্যাটে-বলে খেলা। টানা ২৪ সেকেন্ড ধরে চলল খেলা। একবারও পড়ল না বল। তাদের এই খেলা মন জিতে নিয়েছে অন্যদেরও। দুজনের ইউনডো গেমে সবাই অবাক! -ইন্ডিয়া টাইমস
×