ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার প্রভাবে পুতুল নাট্য মূকাভিনয় দিবসের অনুষ্ঠান স্থগিত

প্রকাশিত: ১০:৫০, ২৩ মার্চ ২০২০

করোনার প্রভাবে পুতুল নাট্য মূকাভিনয় দিবসের  অনুষ্ঠান স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বজুড়ে ভয়াল থাবা মেলেছে প্রাণঘাতী ভাইরাস করোনা। জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। থমকে গেছে রাজনীতি-অর্থনীতি থেকে শুরু করে সংস্কৃতি। সেই সুবাদে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমেছে নিস্তব্ধতা। জনসমাগম এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে সকল সাংস্কৃতিক কর্মকান্ড। এমন বাস্তবতায় শনি ও রবিবার স্থগিত হয়েছে সংস্কৃতি অঙ্গনের দুটি বড় আয়োজন। হয়নি বিশ্ব পুতুল নাট্য দিবস ও বিশ্ব মূকাভিনয় দিবসের অনুষ্ঠান। তবে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি এবং স্বাভাবিক হলে পুনরায় অনুষ্ঠান দুটির আয়োজন করা হবে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। শনিবার ছিল বিশ্ব পুতুল নাট্য দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুতুল নাট্য প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠান স্থগিত হওয়া এবং পুনরায় আয়োজন প্রসঙ্গে একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তা হাসান মাহমুদ জনকণ্ঠকে বলেন, সবকিছুই প্রস্তুত ছিল। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছিল। করোনাভাইসের উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় জনসমাগম এড়াতে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে স্বস্তিকর পরিবেশে অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে।
×