ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিবচরে ৭৮ হাজার মানুষ কড়া নজরদারিতে

প্রকাশিত: ১০:৪৪, ২৩ মার্চ ২০২০

  শিবচরে ৭৮ হাজার মানুষ কড়া নজরদারিতে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ মার্চ ॥ করোনাভাইরাস সংক্রমণ এড়াতে জেলার শিবচরের চার এলাকারসহ আশপাশের প্রায় ৭৮ হাজার মানুষ প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। শিবচর পৌর বাজারসহ ঝুঁকিপূর্ণ ২ ওয়ার্ড ও ২ ইউনিয়নের ২ গ্রামের চারস্থানে ২৫০ পুলিশ মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক মনিটারিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রট। সরকারী নির্দেশনা মেনে চলার জন্য জনগণকে আহŸান জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। নিয়মিত এলাকা পরিদর্শনে করছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের চরম ঝুঁকিতে থাকা জেলার শিবচর উপজেলার চার এলাকার প্রায় ৭৮ হাজার মানুষ আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। খুব বেশি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যাচ্ছে না। এলাকার রাস্তাগুলোতে প্রশাসন ও পুলিশের রয়েছে কড়া নজরদারি। চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে জরুরী সেবা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়াও বেশিরভাগ দোকানপাট। শুধু ওই চার এলাকায়ই নয় করোনা আতঙ্কে আশপাশের মানুষ ঘর থেকে বের হচ্ছে না। চিহ্নিত এলাকা ছাড়াও আশপাশের এলাকায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিরা টহল দিচ্ছেন। বাজারগুলোও স্বতঃস্ফ‚র্তভাবে জনশূন্য হয়ে পড়েছে। চারদিন ধরে উপজেলার সব বাস চলাচল বন্ধ রয়েছে। জনসচেতনতা বাড়ায় জনশূন্য হয়ে পড়েছে বাজার ঘাট। সম্প্রতি বিপুলসংখ্যক প্রবাসী ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে আসেন। তবে সঠিক সংখ্যা জানা যায়নি। জেলা স্বাস্থ্য বিভাগের কাছেও এর সঠিক পরিসংখ্যান নেই। মাদারীপুরে করোনাভাইরাসে মোট ২৯৮ জন কোয়ারেন্টাইনে আছে। যার মধ্যে হোম কোয়ারেন্টাইনে ২৯৫ জন এবং হাসপাতালের কোয়ারেন্টাইনে আছে ৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছে ৫৫ জন। সদর হাসপাতালের আইসোলেশনে আছে ৩ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে রিলিজ পেয়েছেন ২৬১ জন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস।
×