ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেল-জরিমানা সত্তে¡ও বিদেশফেরতরা বেপরোয়া

হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মানছে না অনেকেই

প্রকাশিত: ১০:৪৩, ২৩ মার্চ ২০২০

 হোম কোয়ারেন্টাইনের  নির্দেশ মানছে না  অনেকেই

জনকণ্ঠ ডেস্ক ॥ বিদেশ থেকে দেশে আসা অনেকেই আইন অমান্য করে যত্রতত্র ঘোরাফেরা ও সাধারণের সঙ্গে মেলামেশা করছে বলে বিভিন্ন জেলা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছ। প্রশাসনের নির্দেশনা অমান্য করে স্বাধীনভাবে চলাচলকারীদের মধ্যে প্রবাসীদের সংখ্যাই সবচেয়ে বেশি। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে শেষ খবর পাওয়া পর্যন্ত আনুমানিক ৮ হাজার লোককে হোম কোয়ারেন্টাইনে এবং কোন কোন পবিবারকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। কয়েক জেলায় নিয়ম অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা এবং শাস্তির ব্যবস্থা করেছে। এসব কারণে প্রতিটি এলাকায় সাধারণ মানুষের আতঙ্ক বিরাজ করছে। বরগুনার আমতলীতে বিদেশফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকছে না! ময়মনসিংহের নান্দাইলে ইতালিফেরত ব্যক্তি গ্রাম পুলিশের প্রহরায় রয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। জানা গেছে, নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করছে। এতে গ্রামাঞ্চলে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পুলিশ ও প্রশাসন ১শ’ ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করলেও বাস্তবে অনেকেই হোম কোয়ারেন্টাইনে থাকছে না। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা হাট-বাজার, বন্ধুদের আড্ডায় ও আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন এমন দাবি স্থানীয়দের। আমতলী উপজেলার প্রাণঘাতী করোনা সন্দেহে রোগী মনির খাঁন শনিবার রাতে হাসপাতাল থেকে পালিয়েছে। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে। রবিবার দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। তবে স্থানীয় পুলিশ তার অবস্থান নিশ্চিত করেছে। নান্দাইল, ময়মনসিংহ ॥ ইতালি থেকে দেশে ফেরার পর এক ব্যক্তিকে গ্রাম পুলিশের প্রহরায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি নান্দাইল পৌরসভার চÐীপাশা মহল্লায়। গত ১০ মার্চ তিনি দেশে আসেন। প্রথমে না জানলেও পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রশাসন ওই ইতালিফেরত ব্যক্তিকে গ্রাম পুলিশের প্রহরায় রেখেছে। বরিশাল ॥ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে এক হাজার ৫১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪১১ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে, যা আগের ২৪ ঘণ্টার থেকে প্রায় দ্বিগুণ। এর আগের ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ২৮১ জনকে আনা হয়েছিল। রবিবার বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেন। এদিকে করোনাভাইরাস সংক্রান্ত সরকাী নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের কোচিং করানোর কারণে বরিশাল টাউন স্কুলের প্রধানশিক্ষক মৃন্ময় বেপারীকে দনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাস্ট্রেট নাজমুল হুদার পরচাত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দিয়েছে। এছাড়া বিদেশফেরত প্রবাসীদের অবাধ যাতায়াত ও শিবচরে সতর্ক অবস্থার কারণে মাদারীপুরের কালকিনি উপজেলার সঙ্গে বরিশালের গৌরনদী উপজেলার নৌ-রুট ও অভ্যন্তরীণ সকল পথে যোগাযোগ সীমিত করা হয়েছে। পাশাপাশি সড়ক ও নৌ-পথে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। খুলনা ॥ মহানগরী ও জেলার নয় উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে রবিবার পর্যন্ত বিদেশফেরত ১১০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ১৭ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন এলাকায় বিদেশে ফেরত ২০৫৬ জনের মধ্যে ৭৩৪ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। বাকিদেরও অতিদ্রæত এর আওতায় আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বগুড়া ॥ বগুড়ায় রবিবার পর্যন্ত ৫৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে ৪৫ জনের ১৪ দিন অতিক্রান্তের পর স্বাস্থ্য বিভাগ তাদের পরীক্ষা করে সুস্থতার সনদপত্র দিয়েছে। তাদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়। এদিকে রবিবার সকালে সার্কিট হাউসে কোভিড-১৯ মোকাবেলায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় মোহাম্মদ আলী হাসপাতালকে আপৎকালীন বিশেষায়িত হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত হয়েছে। এই হাসপাতাল ২৫০ শয্যার। টাঙ্গাইল ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ হতে সতর্কতা অবলম্বনের জন্য মন্ত্রিপরিষদ সভা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পরিপ্রেক্ষিতে জরুরী রিজেন্ট বোর্ড সভায় ভাইস-চ্যান্সেলরের অর্পিত ক্ষমতা বলে আজ ২৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক বিভাগসহ সকল অফিস বন্ধের ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে ভাইস-চ্যান্সেলরের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে জরুরী প্রয়োজনে যে কোন শিক্ষক/কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশনা মোতাবেক অফিসে উপস্থিত থাকা এবং বন্ধকালীন সময়ে মোবাইল ফোন খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। মুন্সীগঞ্জ ॥ জেলার ছয়টি উপজেলায় ৩৭৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এরা সবাই প্রবাসী। তাদের বাড়িতে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় নতুন ৬৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। গেল কয়েকদিনে ৫২ জন হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ। গেল ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে আছেন মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২৭ জন, লৌহজং উপজেলায় ৬ জন, শ্রীনগর উপজেলায় ৫ জন, সিরাজদিখান উপজেলায় ১৭ জন, গজারিয়া উপজেলায় ৫ জন। সাতক্ষীরা ॥ গত ২৪ ঘণ্টায় এখানে বিদেশ ফেরত আরও নতুন ২৯১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৭ দিনে বিদেশফেরত সাতক্ষীরার ৬৯০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন এক জন। কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতদের বাড়ি চিহ্নিত করে রাখতে প্রশাসনের পক্ষথেকে এ সকল বাড়িতে উঁচু করে লাল পতাকা টানিয়ে দেয়া হচ্ছে। নতুন আগতদের চিহ্নিত করে তাদের হাতে অমোচনীয় সীল লাগিয়ে দেয়া হচ্ছে। রাজবাড়ী ॥ গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে আরও ১২৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ এবং করোনাভাইরাস সন্দেহে ১ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। গত ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত এ জেলায় ১ হাজার ৭ শত ৮৭ জন জন প্রবাসী দেশে ফিরলেও আজ ২২ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছে মোট ৩শ’ ৬ জন। যশোর ॥ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভাইরাসজনিত জ্বর-সর্দিতে আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। প্রথম দিন রবিবারে এই ইউনিট থেকে ১২৩ রোগীকে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ দিলীপ কুমার রায়। হাসপাতাল সূত্রমতে, দেশে করোনাভাইরাস দেখা দেয়ার পরে যশোর জেলায় মানুষের মাধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাদ নেই চিকিৎসকরাও। নীলফামারী ॥ জেলায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৪১ জন। এতে ভারত থেকে ফেরত স্বেচ্ছার পরিবারসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় বিদেশ ফেরত নতুন করে আরও ৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে ভারত থেকে ফিরে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, স্ত্রী ও দুই সন্তানসহ স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এইসহ জেলায় বর্তমানে ১৪৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। জেলায় হোম কোয়ারেন্টাইন সম্পূর্ণ হয়েছে ৫৬ জনের। তারা সকলে সুস্থ আছেন। ঈশ^রদী, পাবনা ॥ রাশিয়ানসহ বিভিন্ন দেশ থেকে ঈশ^রদীর বিভিন্ন কর্মস্থলে আসা নাগরিকদের কোন প্রকার সচেতনতা ছাড়াই প্রকাশ্যে চলাফেরায় ঈশ^রদীর সাধারণ মানুষ শংকিত হয়ে পড়েছেন। করোনার আগ্রাসী থাবা থেকে রক্ষার জন্য সরকার যখন দেশের বিভিন্ন এলাকায় লকডাউনসহ বিভিন্ন সচেতনামূলক পদক্ষেপ গ্রহণ করেছে, ঠিক সেই সময় ঈশ^রদীর রাস্তাঘাট ও বিভিন্ন বাজারে বিদেশফেরতদের অবাধ চলাফেরা ঈশ^রদীবাসীদের রীতিমত ভয় ও আতঙ্ক বৃদ্ধি করছে। ইতোমধ্যে ঈশ্বরদীতে রাশিয়ানসহ বিভিন্ন দেশের ২৮৩ জন নাগরিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ফেনী ॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ১৭৬ প্রবাসীসহ ২০৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ দিকে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৯ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করারো সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষের সমন্নয়ক ডাঃ তাহসিন নূর আমি সংখ্যাটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের কাছে আসা তথ্য আনুযায়ী গত ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ফেনীতে ৫৬০০ জন প্রবাসী এসেছে। যাদের সিংহভাগ কোয়ারেন্টাইনে থাকেনি। ফলে তাদের আশপাশের মানুষগুলো ঝুঁকিতে পড়েছে বলে জানান সমাজ কর্মী দিদার হোসেন। নরসিংদী ॥ জেলার ৬টি উপজেলায় করোনাভাইরাস সন্দেহে বিদেশফেরত আরও ৪৮ জনসহ মোট ২০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন পর ৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই ইতালি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও দুবাইফেরত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদে নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন। কুড়িগ্রাম ॥ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত না হলেও হোম কোয়ারেন্টাইন অব্যাহত রয়েছে। করোনার অজুহাতে প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে চাল ও পেঁয়াজের। প্রতি ৫০ কেজি চালের বস্তায় দাম বেড়েছে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা। জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও ভোগ্যপণ্যের দাম কমছে না। নওগাঁ ॥ জেলায় গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে ফেরত আসা ৮৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো ব্যক্তির সংখ্যা এটি সর্বোচ্চ। শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই তথ্য নিশ্চিত করেছেন, জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে সহকারী পুলিশ সুপার সুরাইয়া খাতুন। ভোল ॥ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রবিবার পর্যন্ত করোনা প্রতিরোধে এ নিয়ে জেলার ৭ উপজেলায় মোট ২৪৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী। এদের মধ্যে ওমান, আবুধাবি, সৌদিআরব, ইতালি, জার্মানি, ভারত, মালেশিয়া, সিঙ্গাপুর থেকে আগতরা বেশি। ভোলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক করোনা আইসোলেশন ইউনিট খোলা রয়েছে। এছাড়া প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ড (আইসোলেশন) রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৮টি মেডিক্যাল টিম। এছাড়াও ৮টি কন্ট্রোল রুম খোলা রয়েছে। অন্যদিকে হোম কোয়ারেন্টাইনে না থাকার দায়ে এ পর্যন্ত ১৫ জন বিদেশ ফেরতকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। নাটোর ॥ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ওসমান গণি নামে এক নাটোর জেলা কারাগারের এক কয়েদিকে আইসোলেশনে স্থানান্তর করা হয়েছে। রবিবার বিকেলে সন্দেহভাজন ওই কয়েদিকে কারাগার থেকে নাটোর আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। এর আগে রবিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ কয়েদি ওসমান গণিকে জামিন দেন। পরে বিকেলে তাকে আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছে। মাধবপুর, হবিগঞ্জ ॥ এখানে হোম কোয়ারেন্টাইন না থাকায় এক ওমান প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার উপজেলার মঙ্গলপুর গ্রামে অভিযান চালিয়ে ওই প্রবাসী কে ১০ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, মঙ্গলপুর গ্রামের আব্দুল মোবারক মিয়ার ছেলে জসিম মিয়া গত ১৭ মার্চ ওমান থেকে দেশে আসে। সরকারী নিদের্শনা হোম কোয়ারেন্টাইন না থেকে তিনি এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে মঙ্গলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেয়া হয়। কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় বিদেশ ফেরত ৮৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ২১ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক কলাপাড়ায় এসে আবার ফিরে গেছেন বলে জানা গেছে। সরকারী হিসেবে ২০১৯ সালের ১৭ ডিসেম্বর থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৯০৯ জন কলাপাড়ায় এসেছেন। যার মধ্যে অধিকাংশের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। তারা এখন সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের মতামত। তবে ইতালিফেরতদের নিয়ে মানুষ শঙ্কায় রয়েছে। তাদের অনককে খুঁজে পাওয়া যাচ্ছে না। দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশফেরতদের বাড়িতে বাড়িতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। এ সময় বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। রবিববার দুপুরে ও শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। নড়াইল ॥ নড়াইলে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে। রবিবার বিকেল পর্যন্ত জেলায় কোয়ারেন্টাইনের সংখ্যা ছিল ২০১ জন। এর মধ্যে সদরে ৫৫, কালিয়ায় ৬৪ এবং লোহাগড়ায় ২১ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৫৮ জন। শনিবার ছিল ১৪৩ জন, শুক্রবার ১০৯ জন, বৃহস্পতিবার ৭২ জন এবং বুধবারে ছিল মাত্র ২০ জন। এ পর্যন্ত ১৯ জন কোয়ারেন্টাইনমুক্ত হয়েছে বলে জানা গেছে। খাগড়াছড়ি ॥ করোনাভাইরাস বিস্তার রোধে খাগড়াছড়িতে বিদেশ ফেরত আরও ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে ৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হলো। আরও নিরুদ্দেশ বিদেশফেরত ১৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়ার জন্য পুলিশ ও স্বাস্থ্য বিভাগ কাজ করছে। খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ জানান, ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্য মতে, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, বাহরাইনসহ বেশ কয়েকটি দেশের ২৫৫ জন খাগড়াছড়িতে ফিরেছেন। সেই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট সকল থানাকে অবহিত করা হয়েছে। আমাদের অনুরোধ বৃহত্তর স্বার্থে তারা যেন আমদের সঙ্গে যোগাযোগ করেন। এ ক্ষেত্রে বিদেশফেরতদের তথ্য দিয়ে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন তিনি। মাগুরা ॥ রবিবার পর্যন্ত মাগুরায় প্রবাসী ফেরত ১৮৮ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের প্রত্যেককে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। মাগুরার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, চিন, ইতালি, বাহারাইন, সিঙ্গাপুর, তুরস্ক, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ফেরত ১৮৮ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঝালকাঠি ॥ জেলায় গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে আসা ১৪৫ জন হোম কোয়ারেন্টাইনে থেকে ২৮ জন ১৪ দিন পার করে ছাড়পত্র নিয়ে চলে গেছেন। হোম কোয়ারেন্টাইনে এখন পর্যন্ত ১১৭ জন রয়েছে। এর মধ্যে সদর উপজেলা ৩৮, নলছিটি উপজেলা ২৫, রাজাপুর উপজেলায় ৩৪ এবং কাঁঠালিয়া উপজেলায় ২০ জন রয়েছে। স্বাস্থ্য বিভাগ ও পুলিশ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি নজর রাখছে।
×