ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারাদিন শাহজালালে মাত্র তিনটি ফ্লাইট অবতরণ

প্রকাশিত: ১০:২৮, ২৩ মার্চ ২০২০

 সারাদিন শাহজালালে মাত্র তিনটি ফ্লাইট অবতরণ

স্টাফ রিপোর্টার ॥ চারটি ছাড়া সব দেশের ফ্লাইটে নিষেধাজ্ঞা কার্যকরের প্রথমদিন রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছিল এক অভ‚তপূর্ব দৃশ্য। সারাদিনে মাত্র দুটো এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো ফ্লাইট আসে লন্ডন ও ম্যানচেস্টার থেকে ঢাকায় আসে। থাইল্যান্ড থেকে আসে একটি ফ্লাইট। এর মধ্যে ম্যানচেস্টার ও লন্ডন থেকে ঢাকায় আসে মাত্র ৮৯ জন যাত্রী। ফিরে যাবার সময় যাত্রী ছিল ম্যানচেস্টার ফ্লাইটে ২৬১ জন ও লন্ডন ফ্লাইটে ২৯২ জন। থাইল্যান্ডের টিজি ফ্লাইটে আসেন ১২০ জন, গেছেন ৭০ জন। তবে এ দুটো ফ্লাইটের সব যাত্রীর শরীরের তাপমাত্রা ছিল স্বাভাবিক। এ কারণে কাউকে নতুন করে কোয়ারেন্টাইনে যেতে হয়নি। এদিকে দুবাই থেকে কিছুসংখ্যক বাংলাদেশী বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরার অনুমতি চাইলেও তাতে অস্বীকৃতি জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
×