ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাফিজকে পিসিবির কঠোর বার্তা

প্রকাশিত: ০৯:৫৬, ২৩ মার্চ ২০২০

 হাফিজকে পিসিবির কঠোর বার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ হাফিজের ওপর ভীষণ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। কারণ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা শারজিল খানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ যে মন্তব্য করেছেন তা পিসিবির নীতির পরিপন্থী। ওয়াসিম বলেছেন, ‘অন্য ক্রিকেটারদের সমালোচনা করা বা ক্রিকেট বোর্ডের নীতিমালা কেমন হওয়া উচিত বা উচিত নয়, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা বর্তমান খেলোয়াড়দের জন্য ঠিক নয়। বিশ্ব ক্রিকেটের অনেক বিষয় নিয়েই তারা তাদের মতামত দিতে পারে, কিন্তু খেলোয়াড়দের কোনটা সঠিক, কোনটা ভুল সেটা নিয়ে নয়। এটা বোর্ডের ওপর ছেড়ে দেয়া উচিত।’ তিনি আরও যোগ করেন, ‘এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে হাফিজের সঙ্গে কথা বলব। আমি মনে করি না এটা তার বলার জায়গা। বিশ্বের কোন খেলোয়াড়ই এটা করে না। আমাদের পাকিস্তানী খেলোয়াড়রা কেন করবে? আমি মনে করি না এটা তাদের করা উচিত। এটাই আমার দর্শন।’ টুইটারে শারজিলকে নিয়ে হাফিজ লিখেছিলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য মর্যাদা ও গর্বের চেয়ে অন্য কোন ‘বাড়তি প্রতিভা’ দিয়ে মানদ নির্ধারণ করা উচিত নয়।’ ২০১৭ সালে পিএসএলে দুর্নীতির দায়ে শারজিলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। তবে এই ব্যাটসম্যান ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ায় গত অগাস্টে সে নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড। সম্প্রতি পিএসএল দিয়ে ক্রিকেটে ফেরেন শারজিল। করাচী কিংসের হয়ে ১০ ম্যাচে যদিও করতে পেরেছেন কেবল ১৯৯ রান। শীর্ষ পর্যায়ে খেলার জন্য শারীরিকভাবে তিনি যথেষ্ট ফিট কি না, সে প্রশ্নও উঠছে। হাফিজের ওপর ক্ষুব্ধ প্রধান নির্বাহী আরও বলেন, ‘ইংলিশ ক্রিকেটের পরিবেশ দেখে এসেছি আমি, কখনও কোন ইংলিশ খেলোয়াড়কে নীতি, পদ্ধতি এবং অন্য খেলোয়াড়কে সঠিক বা ভুল নিয়ে টুইট করতে দেখিনি। আমার দর্শন হলো, সে তার নিজের খেলায় মনোযোগ দেবে, ক্রিকেটীয় মতামতে মনোযোগ দেবে, কিন্তু অন্য খেলোয়াড়দের সম্পর্কে ব্যক্তিগত মতামত দেবে না।’ নিষেধাজ্ঞা থেকে ফেরা ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন তোলার ঘটনা হাফিজের জন্য অবশ্য এটাই প্রথম নয়। এর আগে নিষেধাজ্ঞা থেকে ফেরা মোহাম্মদ আমিরের কারণে ২০১৫ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন হাফিজ ও বর্তমান টেস্ট অধিনায়ক আজহার আলি। পিসিবির হস্তক্ষেপে পরে আবার ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা। দুজনই এরপর বেশ কিছু ম্যাচে আমিরের সঙ্গে খেলেছেন। পাকিস্তানের হয়ে ২৫ ওয়ানডে, ১৫ টি২০ ও এক টেস্ট খেলেছেন শারজিল। নিষেধাজ্ঞার আগে তাকে বেশ সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছিল। পিএসএল দিয়েই দুই বছরের বেশি সময় পর ক্রিকেটে ফিরেছেন ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান।
×