ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত স্কটল্যান্ড ক্রিকেটার

প্রকাশিত: ০৯:৫৩, ২৩ মার্চ ২০২০

 করোনায় আক্রান্ত স্কটল্যান্ড ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্কটল্যান্ড ক্রিকেটার মজিদ হক। ২০১৫ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা এ অফস্পিনার টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন, ‘পরীক্ষায় আমার করোনাভাইরাস ধরা পড়েছে। তবে শারীরিক ও মানসিকভাবে বেশ ভাল আছি। হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা আমাকে বেশ সাহায্য করেছেন। বাড়ি ফেরার জন্য মুখিয়ে আছি। আশ করি ঈশ্বরের ইচ্ছায় দ্রæত সুস্থ হয়ে উঠব। শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ।’ গøাসগোর রয়্যাল আলেসান্দ্রা হসপিটলে চিকিৎসা নেয়া মজিদ এখন অনেকটা ভাল আছেন। স্কটল্যান্ডে এরই মধ্যে ২৭০ জনের মতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গোটা যুক্তরাজ্যে ৩৩০০ এর মতো মানুষ এই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত। আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেললেও ৩৭ বছর বয়সী মজিদ খেলছেন ঘরোয়া ক্রিকেটে। ২০০৬-১৫ পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে ৫৪ ওয়ানডে ও ২১ টি২০ খেলা মজিদ শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন বাংলাদেশের বিপক্ষে, নেলসনে ২০১৫ বিশ্বকাপে। ২০০৬ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছিল তার। ২০১৯ সালে সাফিয়ান শরিফ তাকে টপকে যাওয়ার আগে পর্যন্ত মজিদ হক ছিলেন স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারী।
×