ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভৈরবে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ড ॥ দগ্ধ ৩ টেকনিশিয়ান

প্রকাশিত: ১৩:১৩, ২২ মার্চ ২০২০

ভৈরবে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ড ॥ দগ্ধ ৩ টেকনিশিয়ান

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২১ মার্চ ॥ শনিবার বিকেলে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণিতে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে প্লাগের স্পার্কিং থেকে তেলের ট্যাঙ্কে আগুন লেগে বিস্ফোরণ হয়েছে। মেরামতের সময় মোটরসাইকেল থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আগুনের সূত্রপাত হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই সার্ভিসিং সেন্টারটি জ্বলে ওঠে। আগুনে তিন টেকনিশিয়ান গুরুতর অগ্নিদগ্ধ হন। তাদের প্রাথমিকভাবে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠান। অগ্নিদগ্ধরা হলো নরসিংদীর রায়পুরার লক্ষ্মীপুর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে সাইফুল (২৫), বেলাব উপজেলার মরজাল এলাকার মিজানুর রহমানের ছেলে রাখাল (২৮) ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হৃদয় (২৭)। সাইফুলের শরীরের শতভাগ এবং রাখাল ও হৃদয়ের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ তামজীদুস সিফাত।
×