ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ট্রাক-হিউম্যান হলার মুখোমুখি সংঘর্ষে ১৩ প্রাণহানি

প্রকাশিত: ১৩:১২, ২২ মার্চ ২০২০

চট্টগ্রামে ট্রাক-হিউম্যান হলার মুখোমুখি সংঘর্ষে ১৩ প্রাণহানি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে চুনতী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, চট্টগ্রাম অভিমুখী লবণবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারটির (ম্যাজিক গাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। চুনতী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় হিউম্যান হলারটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি আমিরাবাদ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের চকোরিয়ার উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনায় চালকসহ ১০ জন ঘটনাস্থলেই মারা যান জানিয়ে তিনি বলেন, আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে আমিরাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে তিনজনের মৃত্যু হয়। ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান এসপি রশিদুল হক। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা আলমগীর জানিয়েছেন। নীলফামারীতে নিহত দুই ॥ স্টাফ রিপোর্টার জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকসহ দুজন নিহত হয়েছে। দুর্ঘটনায় একজন গুরুতর হন। তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাত নয়টার দিকে নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ কালিতলা এলাকায় দুঘটনাটি ঘটে। নিহতরা হলো ডোমারের সোনারায় ইউনিয়নের জামির বাড়ি চারঠাপাড়া গ্রামের মৃত ওফির উদ্দিনের ছেলে ভ্যানচালক সাইফুল ইসলাম (৫০) ও হরিণচড়া ইউনিয়নের নিলাহাটী শালমারী গ্রামের মৃত. রফিক উদ্দিনের ছেলে যাত্রী আজিজার রহমান (৭০)।
×