ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলিক টিভির আয়োজন ‘মৌলিক আড্ডা’

প্রকাশিত: ১২:০৫, ২২ মার্চ ২০২০

মৌলিক টিভির আয়োজন ‘মৌলিক আড্ডা’

সংস্কৃতি ডেস্ক ॥ সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান মৌলিক টিভির যাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে। চ্যানেলটিতে ইতোমধ্যে বিভিন্ন মৌলিক কন্টেন্ট আপলোড শুরু হয়েছে। মৌলিক টিভির নতুন প্রযোজনা ‘মৌলিক আড্ডা’ অনুষ্ঠানের প্রথম চার পর্বের চিত্রগ্রহণ সম্প্রতি শেষ হয়েছে। ‘মৌলিক আড্ডা’ অনুষ্ঠানের প্রথম পর্বে অংশ নেন তরুণ সঙ্গীতশিল্পী হাসান সিদ্দিকী। অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ছিলেন সাংবাদিক সাজু আহমেদ। অনুষ্ঠানটি চিত্রগ্রহণ ও সম্পাদনায় রয়েছেন এস এম সাইদুর রহমান (আমিন শাহ)। অনুষ্ঠানের প্রথম পর্বে শিল্পী ও উপস্থাপকের ব্যতিক্রমী আড্ডায় উঠে এসেছে শিল্প সংস্কৃতি অঙ্গনের নানা বিষয়। এছাড়া অনুষ্ঠানে শিল্পী হাসান সিদ্দিকী তার শিল্পী জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানটি অচিরেই মৌলিক টিভিতে দেখা যাবে। শিল্পী হাসান সিদ্দিকী ইতোমধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে ‘ব’ অদ্যাক্ষর দিয়ে গান রচনা, সুর ও কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন। গানটির ভিডিওতেও অংশ নিয়েছেন এই প্রতিভাবান শিল্পী। আর ভিডিওটি নির্মাণ করেছেন মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের চেয়ারম্যান সাজু আহমেদ।
×