ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:০৫, ২২ মার্চ ২০২০

গাইবান্ধায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরবানী সংসদের উদ্যোগে মঙ্গলবার রাতে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালিত হয়। সংগঠনের নিজস্ব মিলনায়তনে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে অংশ নেই সুরবাণীর কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও শিল্পীরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সুরবাণী সংসদের সভাপতি আবু জাফর সাবু, সদস্য এ্যাডভোকেট শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন হাক্কানী, অতিথি কবি সোহেল রানা, ময়নুল ইসলাম প্রমুখ। জন্মদিনের এই কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন, সহকারী সম্পাদক মাসুদ মেহেদী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বারী, সহকারী সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান সবুজ, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান, পাঠাগার সম্পাদক আকতারুজ্জামান, তোফাজ্জল হোসেন, আব্দুর রশীদ, মোমিন হক্কানী, সুরবাণীর সঙ্গীত শিল্পী লতা সরকার, দেবী সাহা, রিংকি ও অভিভাবকরা।
×