ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনসচেতনতায় জ্যোতি

প্রকাশিত: ১২:০৩, ২২ মার্চ ২০২০

জনসচেতনতায় জ্যোতি

সংস্কৃতি ডেস্ক ॥ জ্যোতিকা জ্যোতি, টিভি নাটকের এবং চলচ্চিত্রের একজন ভার্সেটাইল অভিনেত্রী। গুণী এই অভিনেত্রী যে কোন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে তিনি সিদ্ধহস্ত। তবে সম্প্রতি টিভি নাটকে অভিনয়ের চেয়ে জ্যোতি চলচ্চিত্রে অভিনয়ে বেশি মনোযোগী হয়ে উঠেছেন। জ্যোতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘মায়া’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুদ পথিক। মুক্তির অপেক্ষায় আছে নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। অভিনয়ই যেহেতু জ্যোতির পেশা, তাই ভাল গল্পের সিনেমাতে কাজ করারই তার আগ্রহ প্রবল। যে ধরনের কাজ তার করা উচিত, সেই ধরনের কাজই তিনি করবেন এবং বেছে বেছে। পাশাপাশি নিজেও প্রোডাকশন নিয়ে ভাবনায় আছেন তিনি। তবে অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই জনসচেতনতামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন জ্যোতি। একজন শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি তা করেন। দীর্ঘদিনের অভিনয়ের পথচলায় শিশুশ্রম, স্বাস্থ্য, আয়কর, পাট’সহ আরও নানা বিষয়ে সচেতনতামূলক তথ্য চিত্রে কাজ করেছেন জ্যোতিকা জ্যোতি। এই ধরনের কাজে একজন শিল্পী হিসেবে জ্যোতি বেশ আগ্রহ নিয়েই অংশ নিয়ে থাকেন। গেল ২০ মার্চ জ্যোতি আবারও ঠিক তেমনি একটি সচেতনতামূলক কাজে অংশ নিয়েছেন। বছরের একটি নির্দিষ্ট সময়ে যে জাটকা ইলিশ এবং গর্ভবতী ইলিশ ধরা যে নিষেধ এবং জেলেরা যেন সেই সময়টাতে ভাল থাকে এই বিষয়ে যে সরকার উদ্যোগ নিয়েছে সেই বিষয়ে জনসচেতনতামূলক তথ্যচিত্রে কাজ করেছেন জ্যোতিকা জ্যোতি। মৎস্য অধিদফতরের অধীনে এটি নির্মাণ করেছেন রবিন। এবারের জনসচেতনতামূলক কাজটির সেøাগান হচ্ছে ‘মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’। এই সচেতনতামূলক কাজে জ্যোতির সঙ্গে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু ও ফজলুর রহমান বাবু। জ্যোতিকা জ্যোতি বলেন, আমি অভিনয় জীবনের শুরু থেকেই এই ধরনের সচেতনতামূলক কাজে অংশ নিয়েছি। সেই কাজের ধারাবাহিকতারই অংশ এটি। সরকার যে জেলেদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সেটাও জেলেদের জানা দরকার। এই তথ্যচিত্রে সেই প্রচারণাটাও আছে। সত্যি বলতে কী আমি জ্যোতিকা, খুব সচেতনভাবেই এই ধরনের সচেতনতামূলক কাজে আগ্রহ নিয়েই অংশগ্রহণ করি। কারণ এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের মানুষ আমার আপনজন। তাদের সচেতন করার দায়িত্ব আমারই। নিজের দায়িত্বকে এড়িয়ে যাবার কোন সুযোগ নেই।
×