ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যর্থ হলে চাকরি ছাড়বেন ওয়াকার

প্রকাশিত: ১১:৫৯, ২২ মার্চ ২০২০

ব্যর্থ হলে চাকরি ছাড়বেন ওয়াকার

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার তিনি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরও দেশটির ক্রিকেটের সঙ্গে আছেন ওয়াকার ইউনুস। প্রধান কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি, এখন আছেন বোলিং কোচের ভূমিকায়। তিন বছরের চুক্তিতে নতুন দায়িত্ব নিয়ে লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। সেই লক্ষ্য পূরণ না হলে চাকরি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে রাখলেন সাবেক এই পেসার। পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হকের অধীনে ঘুরে দাঁড়ানোর অভিযানে আছে পাকিস্তান। যেখানে পেস বোলারদের আরও দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন ওয়াকার। অবশ্য দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারলে সরে দাঁড়াবেন তিনি। ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমি এক বছর পর নিজেকে দেখতে চাই এবং পরিষ্কার হতে চাই। যদি দেখি আমি কাজটা যথেষ্ট করতে পারিনি, তালে আমি আর আমাকে বিচার করব না, চাকরি ছেড়ে দেব এবং চলে যাব।’ একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে রেখেছেন তিনি, ‘ব্যাপারটা এমন নয় যে, আমার হাতে তিন বছর সময় তো আছেই। আসলে আমি কিছু লক্ষ্য নির্ধারণ করে রেখেছি।
×