ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নীরবে বিদায় নেবেন ধোনি?

প্রকাশিত: ১১:৫৯, ২২ মার্চ ২০২০

নীরবে বিদায় নেবেন ধোনি?

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ভারতের টি২০ বিশ্বকাপ দলে ধোনিকে দেখতে চাই আমি। তবে এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। দল (ধোনিকে নিয়ে পরিকল্পনা থেকে) সরে এসেছে। ধোনি এমন মানুষ না যে, বড়সড় ঘোষণা দিয়ে মাঠ ছাড়বে। আমার মনে হয় সে নীরবেই বিদায় নেবে।’ বলেন সুনীল গাভাস্কার। বিশ্বকাপের পর আর ব্যাট হাতে মাঠে নামেননি ধোনি। আর তাই ধোনি কবে দলে ফিরবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এছাড়া প্রশ্ন উঠছে অবসর নিয়েও। তবে সবকিছু নিয়েই নিশ্চুপ ছিলেন ধোনি। এ পর্যন্ত ছিলেন ক্রিকেটের বাইরেই। দীর্ঘদিন পর অবশ্য আইপিএল দিয়ে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের সঙ্গে অনুশীলনেও নেমেছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে আইপিএল। তাই আপাতত আর মাঠে নামা হচ্ছে না ধোনির। অবসর না নেয়ায় গুঞ্জন ওঠে, আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ধোনির খেলা নিয়ে। ধোনির মাঠে ফেরা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে। জাতীয় দলে ফিরতে হলে ধোনিকে আইপিএলে ভাল খেলেই ফিরতে হবে। এমনটাই জানিয়েছিলেন শাস্ত্রী। তবে আইপিএল স্থগিত হওয়ায় অপেক্ষা বাড়ল ধোনির। এমনকি আইপিএলের এবারের আসর আর মাঠে নাও গড়াতে পারে। সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে আরও অপেক্ষা করতে হবে ধোনিকে। ৩৮ বছর বয়সী ধোনির ভবিষ্যত নিয়ে আগ্রহের কমতি নেই কারও। ক্রিকেট বিশ্বের আকর্ষণের অন্যতম কেন্দ্রবন্দিুতে রয়েছে ধোনির অবসর ইস্যু। তবে সাবেক ভারতীয় কিংবদন্তি গাভাস্কারের ধারণা ধোনি অবসর নেবেন নীরবে।
×