ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এইচপির প্রধান কোচ হতে যাচ্ছেন চম্পকা!

প্রকাশিত: ১১:৫৯, ২২ মার্চ ২০২০

এইচপির প্রধান কোচ হতে যাচ্ছেন চম্পকা!

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফর্মেন্স (এইচপি) দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন সাইমন হেলমট। এরপর থেকেই পদটি শূন্য হয়ে পড়ে আছে। করোনাভাইরাসের সংক্রমণে এই মুহূর্তে বাংলাদেশের সব ক্রিকেটীয় কর্মকা- স্থগিত হয়ে আছে। তবে আবার কার্যক্রম শুরু হলে এইচপির বোলিং কোচ চম্পকা রমানায়েকে প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন। এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের ইচ্ছা চম্পকাকে এই বড় দায়িত্বে বসানোর। তবে বিষয়টি এখনও আলোচনাতেই আছে বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই এইচপির বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন চম্পকা। বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন দায়িত্বে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও তাকে ব্যবহার করেছে বিসিবি। কিন্তু মূলত হেলমটের সঙ্গে এইচপির ক্রিকেটারদের নিয়েই কাজ করেছেন শ্রীলঙ্কার এ সাবেক পেসার। ১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১৮ টেস্ট ও ৬২ ওয়ানডে খেলা এ ডানহাতি পেসার পরবর্তীতে দীর্ঘ সময় শ্রীলঙ্কার ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বাংলাদেশ দলেরও বোলিং কোচ হিসেবে বিভিন্ন সময়ে কাজ করেছেন। আর এইচপির দায়িত্বে তো আছেনই। এবার হেলমটের জায়গায় এইচপির প্রধান কোচ হিসেবে কাউকে খুঁজছে বিসিবি। সেখানে চম্পকাও আছেন আলোচনায়। এ বিসয়ে এইচপির চেয়ারম্যান দুর্জয় বলেন, ‘চম্পকা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং খেলোয়াড়দের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তাই স্বাভাবিকভাবেই তিনি প্রধান কোচের ভূমিকা নিতে বেশ আগ্রহী এবং আমাদেরও পছন্দের তালিকায় আছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে কথা বলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব।’
×