ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এএফসির সপ্তাহ সেরা ফুটবলার কিংসের জিকো

প্রকাশিত: ১১:৫৮, ২২ মার্চ ২০২০

এএফসির সপ্তাহ সেরা ফুটবলার কিংসের জিকো

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ায় সপ্তাহের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। গত ১১ মার্চ এএফসি কাপের ম্যাচের পর সেরা পাঁচ পারফর্মেন্স বিবেচনা করে ফুটবলপ্রেমীদের জন্য ভোটিংয়ের ব্যবস্থা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। পাঁচ ফুটবলারের মধ্যে দুজনই ছিলেন বসুন্ধরা কিংসের। অন্যজন আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান বার্কোস (জাতীয় দলে লিওনেল মেসির সাবেক সতীর্থ)। শুক্রবার ছিল ভোটগ্রহণের শেষ দিন। ১ হাজার ৯৫৪ জন ভোট দিয়েছেন। মোট ভোটের মধ্যে ৭৫ শতাংশ ভোট পেয়ে সেরা হন জিকো। দ্বিতীয় অবস্থানে রয়েছেন তার সতীর্থ বার্কোস। তিনি পান মাত্র ১৪ শতাংশ ভোট। অন্য তিনজনের কেউই ১০ শতাংশের বেশি ভোট পাননি। আনিসুর রহমান জিকো মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে তিনটি পেনাল্টি শট রুখে দিয়েছিলেন। ওই ম্যাচে বার্কোস হ্যাটট্রিকসহ চার গোল করেছিলেন। চার গোল করলেও ৯০ মিনিটের ম্যাচে তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে চমক দেখিয়েছিলেন জিকো। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন যেটাকে বিশ্ব ফুটবলের অন্যতম বিশেষ ঘটনা বলে আখ্যায়িত করে ছিলেন। ঢাকায় অনুষ্ঠিত এএফসি কাপের ম্যাচে টিসি স্পোর্টসকে বসুন্ধরা কিংস ৫-১ গোলে হারিয়েছিল। এর আগে গত মৌসুমে এএফসি কাপে ঢাকা আবাহনীর মামুনুল ইসলামের গোল এএফসি কাপের সপ্তাহের সেরা গোল হিসেবে বিবেচিত হয়েছিল ভোটে। এর আগে ১৯৯৭ সালে আলফাজ আহমেদ এএফসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন। বাংলাদেশের মানুষের জন্য জেমির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। আর তা ছুঁয়ে গেছে ছুটি কাটাতে ইংল্যান্ডে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে ও সহকারী কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিসকে। দুজনেই এদেশের ফুটবল সমর্থক ও মানুষের জন্য বার্তা পাঠিয়েছেন। অনুরোধ করেছেন নির্দেশনা মেনে চলার। বিশ্বকাপ বাছাইয়ে ২৬ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় ছুটি কাটাতে ইংল্যান্ডে চলে যান ডে ও ওয়াটকিস। করোনাভাইরাসের আতঙ্কে দেশেও তারা সময় কাটাচ্ছেন ঘরের মধ্যে। ইংল্যান্ড থেকে হোয়াটসএ্যাপে দুজন যৌথ বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য। তাতে তারা লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশের মানুষ, স্টুয়ার্ট (ওয়াটকিস) এবং আমি এই দুঃসময়ে আমাদের সমর্থকদের জন্য কিছু বলার প্রয়োজন অনুভব করছি। সামনের মাসগুলো হতে যাচ্ছে কঠিন পরীক্ষার সময়। জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এই সময়টা কাটাতে হবে আমাদের। দয়া করে পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা মেনে সুস্থ এবং নিরাপদ থাকুন। করোনাভাইরাসের বিস্তার রোধে বিচক্ষণ পদক্ষেপ নিন এবং যারা ঝুঁকিতে আছে, তাদের রক্ষায় সাহায্য করুন। সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষ একসঙ্গে প্রার্থনা করে এবং কাজ করে। এখন আমাদের ভিন্নভাবে একতা দেখাতে হবে, পরস্পরকে রক্ষা করতে হবে। এর মানে হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সময়ে একসঙ্গে কাজ করতে হবে পরস্পরের দূরে থাকতে- এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সামাজিক দূরত্ব। অসাধারণ এই দেশটির মানুষ আত্মশৃঙ্খলায় দারুণ দক্ষ এবং এখন এটার চর্চা করতে হবে ভিন্ন কারণে। আমার বিশ্বাস, আপনারা পারবেন। আমাদের জাতীয় দলের খেলা আপাতত থমকে গেছে। কিন্তু যখন ফেরার সময় হবে, আমি আবারও দলকে গর্বের সঙ্গে সামনে এগিয়ে নেব। এই কঠিন সময়ে আপনাদের জন্য আমাদের ভালবাসা ও শুভ কামনা থাকল যেন সবাই শক্ত থাকতে পারেন। আমাদের প্রার্থনায় বাংলাদেশীরাও আছেন।’ বাফুফ নির্বাচনÑ তফসিল ঘোষণা ৩ এপ্রিল স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার প্রথম সভা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন। সেখানে ঘোষিত ২০ এপ্রিল নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণার। সভা শেষে নির্বাচন কমিশন প্রধান মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা বাফুফে নির্বাচন উপলক্ষে প্রথম সভা করলাম। এখন পর্যন্ত ২০ এপ্রিলকে সামনে রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। ৩ এপ্রিল তফসিল ঘোষণা করব। এর আগে বাফুফে আমাদের ভোটার তালিকা হস্তান্তর করবে।’ করোনাভাইরাসের কারণে নির্বাচন পেছানোর বিষয়ে নির্বাচন কমিশনের জানিয়েছে, ‘চলমান করোনা পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি। ইতোমধ্যে সভা সমাবেশ সীমিতকরণ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাফুফে নির্বাচনের ভোটের স্থান নির্বাহী কমিটিই ঠিক করবে। পাশাপাশি পরিস্থিতি নাজুক হলে পরবর্তী করণীয় কি হবে, সেটাও তারা নির্ধারণ করবে। নির্বাচন কমিশন এর মধ্যে হস্তক্ষেপ করবে না।’
×