ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীরা করোনার চেয়েও ভয়ঙ্কর ॥ রুবেল

প্রকাশিত: ১১:৫৮, ২২ মার্চ ২০২০

ব্যবসায়ীরা করোনার চেয়েও ভয়ঙ্কর ॥ রুবেল

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমণের সতর্কতায় বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও সব ধরনের ক্রিকেট কর্মকা- স্থগিত হয়ে গেছে। সব পর্যায়ের মানুষের মধ্যে এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। সেই সুযোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় উপকরণ- মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশের মূল্য বৃদ্ধি করেছেন কিছু অসাধু ব্যবসায়ী। এই সুযোগ সন্ধানী ও মুনাফালোভী ব্যবসায়ীদের ওপর দারুণ ক্ষুব্ধ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার রুবেল হোসেন। তিনি নিজের ফেসবুক একাউন্টে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। সেখানে রুবেল মুনাফালোভী এই অসাধু ব্যবসায়ীদের করোনাভাইরাসের সঙ্গে তুলনা করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এড়াতে যে উপায়গুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা এবং সেজন্য মানব সংস্পর্শ এড়িয়ে চলা। তাই হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের মতো জিনিসের চাহিদা বেড়েছে বেশি। তাই মুনাফাভোগী কিছু অসাধু ব্যবসায়ী এই অতীব প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করে দিয়েছে। এমনকি নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দামও বাড়িয়েছে অনেক ব্যবসায়ী। আতঙ্কিত মানুষের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা লাভ করছেন অসাধু ব্যবসায়ীরা। তাই ক্ষোভ জানিয়ে রুবেল ফেসবুকে লিখেছেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এত বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা! কারণ আমরা লোভী, অমানুষ!’ এই সময় তিনি ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন। তিনি আরও লিখেছেন, ‘শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয়, আমরা সবাই এক নই। কেন? মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সব জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। ধিক্কার জানাই ওই সব লোভী, মুনাফাখোর ব্যবসায়ীদের- যারা কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়াচ্ছে। তারাই আসলে দেশের করোনাভাইরাস।’
×