ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার বন্ধ হলো ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ক্রিকেট

প্রকাশিত: ১১:৫৭, ২২ মার্চ ২০২০

এবার বন্ধ হলো ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ মহামারী করোনাভাইরাসের কারণে কয়েকদিন আগেই বন্ধ করে দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান ঘরোয়া ক্রিকেট এবং দেশটির ক্রিকেট বোর্ডের কার্যক্রম (সিএসএ), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অফিসও। সর্বশেষ শনিবার বন্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়। এইবার সে পথে পা বাড়াল ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। করোনার কারণে আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের ঘরোয়া ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড। আর ক্রিকেটের পাশাপাশি বোর্ডের কার্যক্রমও বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা। শনিবার এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘কোভিড-১৯ মহামারীর কারণে অন্তত ২৮ মে পর্যন্ত ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে কোন পেশাদার ক্রিকেট হবে না, ইসিবি এ বিষয়ে সম্মতি দিয়েছে।’ প্রথম শ্রেণীর কাউন্টি, মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও পেশাদার ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের (পিসিএ) সঙ্গে আলোচনার পর তাদের মৌসুম দেরিতে শুরুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসিবি। জুন, জুলাই কিংবা আগস্টে মৌসুম শুরুর একটি খসড়া তৈরি করছে ইসিবি। সম্ভাব্য সময়টা জুনেই। ওই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ, ভাইটালিটি ব্লাস্ট ও ভারতের বিপক্ষে মেয়েদের একটি সিরিজ হওয়ার কথা। যুক্তরাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ক্রিকেট কর্তৃপক্ষ তাড়াতাড়ি বসবে। বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, ‘এই ঘোর অনিশ্চিয়তার সময়ে ইসিবি সবার আগে প্রাধান্য দিচ্ছে ক্রিকেট পরিবারের প্রত্যেকের সুস্থতাকে, সেটা খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত ও সহকর্মী সবার জন্য। মৌসুম দেরিতে শুরু করা অপরিহার্য হয়ে পড়েছে, এ জাতি কঠিন পরিস্থিতির মুখোমুখি।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার সব ধরনের প্রতিষ্ঠান ও জনসমাগম বন্ধ ঘোষণা করেছেন। দেশটিতে প্রায় সাড়ে তিন হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যৃ হয়েছে দেড় শ’ রও বেশি। এদিকে শুক্রবার থেকেই পুরো দেশে জনতা কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা। করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। একই কারণে আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, দু’দেশের টেস্ট সিরিজ আপাতত স্থগিত থাকবে। সিরিজটি শুরু হওয়ার কথা ছিল গত ১৩ মার্চ থেকে। আন্তর্জাতিক সিরিজ স্থগিত ঘোষণা করা হলেও, সেখানে ঘরোয়া ক্রিকেট চলমান ছিল। অবশেষে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) সিদ্ধান্ত নিল ঘরোয়া সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষণা করার। মূলত সরকার কারফিউ চলাকালীন সময়ে তো খেলা আয়োজন সম্ভব নয়ই। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে শ্রীলঙ্কান ক্রিকেট। বিবৃতিতে জানিয়েছে এসএলসি।
×