ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘জীবনের চেয়ে টাকা বড় নয়’

প্রকাশিত: ১১:৫৫, ২২ মার্চ ২০২০

‘জীবনের চেয়ে টাকা বড় নয়’

স্পোর্টস রিপোর্টার ॥ মহামারী করোনভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী প্রায় সব ধরনের ক্রিকটই বন্ধ হয়ে গেছে। কিন্তু শনিবার এ রিপোর্ট লেখার সময়েও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি২০ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এবারের আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। প্রাথমিকভাবে যেটি এ মাসের ২৯ তারিখ থেকে পিছিয়ে ১৫ এপ্রিল নিয়ে যাওয়া হয়েছে। একদিন আগেই খোদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রভাশালী কর্তা জানিয়েছেন, কঠিন এই পরিস্থিতে সরকার আইপিএল আয়োজনের পক্ষে নয়। আর অস্ট্রেলিয়া সরকার তার নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে বিদেশ যাত্রায় নিরুৎসাহিত করছেন। দেশটির ওয়ানডে ও টি২০ অধিনায়ক বলেছেন, জীবনের চেয়ে টাকা বড় হতে পারে না। ওদিকে ইংল্যান্ডে নতুন প্রবর্তিত ১০০ বলের ক্রিকেট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। যেটি আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটাঙ্গনে আসলে কোন সুখবর নেই। এ্যারন ফিঞ্চ বলেন, ‘আপনি অর্থ আয়ের জন্য আইপিএল খেলতে যেতে চাইলে ঝুঁকিতে পড়তে পারেন। অস্ট্রেলিয়া বোর্ড (সিএ) যখন কিছু একটা চায় তখন আমাদের তা মেনে নেয়া উচিত। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি নিশ্চিত এক পর্যায়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে কখন হবে সেটি বলা কঠিন। তবে এই অবস্থায় আমি খেলার চিন্তাও করতে পারছি না। জীবনের চেয়ে টাকা কখনও বড় হতে পারে না।’ সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়েছেন, ‘বিদেশ সফরে যাবেন না। কারণ কখন কোথায় করোনারভাইরাস লুকিয়ে আছে তা কেউ জানে না।’ আইপিএলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দেয়ার কথা ছিল ফিঞ্চের। বর্তমান পরিস্থিতিতে তার কিছুই করার নেই। অজি অধিনায়ক আরও বলেন, ‘এমন পরিস্থিতি আমরা কখনও দেখিনি। ভ্রমণ নিষেধাজ্ঞা সবকিছুই পাল্টে দিয়েছে। এটি পরিবর্তনের জন্য দুই সপ্তাহও লাগতে পারে, আবার তিন সপ্তাহও লাগতে পারে। এমন অবস্থায় কোন পরিকল্পনা করা কঠিন। এই মুহূর্তে নিজেকে নিরাপদ রাখাটাই জরুরী হয়ে পড়েছে। ভাইরাসের বিস্তার রোধে আপনাকে যথাসাধ্য সব ধরনের চেষ্টাই করতে হবে।’ এবারের আইপিএলে সর্বোচ্চ মূল্যে চুক্তিবদ্ধ হয়েছেন অজি পেসার প্যাট কামিন্স। নিলামে আকর্ষণীয় বেতনে চুক্তিবদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলও। এছাড়া দিল্লী ডেয়ার ডেভিলসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। পুরুষ দলের বর্তমান সহকারী কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড পেয়েছেন রাজস্থান রয়্যালসের দায়িত্ব। এছাড়া সাবেক টেস্ট ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচের দায়িত্ব পেয়েছেন। যেখানে তার সহকারীর দায়িত্ব পেয়েছেন এ্যাডাম গ্রিফিথ। ওদিকে ইংল্যান্ডে নতুন প্রবর্তিত ১০০ বলের ক্রিকেটে রেকর্ড ১ লাখ ২৫ হাজার পাউন্ডে (১ কোটি ২৫ লাখ টাকায়) ডেভিড ওয়ার্নারকে দলে ভিড়িয়েছিল দ্য হানড্রেডেÑএর দল সাউদার্ন ব্রেইভ। কিন্তু অজি তারকা ওপেনার জানিয়ে দিয়েছেন তিনি এই টুর্নামেন্টে খেলছেন না। ওয়ার্নার নিজেকে সরিয়ে নিলেও দ্য হানড্রেডে খেলবেন তার সতীর্থ স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, এ্যারোন ফিঞ্চ ও ডার্চি শর্টরা। আছেন ক্রিস লিন, নাথান কাল্টার নীল ও এ্যাডাম জাম্পারাও। করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক সূচীতে ব্যাপক রদ বদল হতে যাচ্ছে। তাতে করে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের ক্রিকেটাররা আপাতত জুলাইয়ে আয়োজন করতে চাওয়া এই টুর্নামেন্টে খেলতে পারনে কি না, আসরটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়েও আছে বড় প্রশ্ন। শনিবারই আগামী ২৮ মে পর্যন্ত সব ধরনের ঘরোয়া ক্রিকেট পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
×