ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে বিসিএসআইআর

প্রকাশিত: ১১:৪০, ২২ মার্চ ২০২০

বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে বিসিএসআইআর

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। শনিবার বিসিএসআইআরের কনফারেন্স কক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান তার ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। মন্ত্রণালয় ও এর অধীনে সংস্থাসমূহ এ কাজে সব ধরনের সহযোগিতা দেবে। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ঢামেক), সোহরাওয়ার্দী হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, জয়পুরহাটে আগামী দুই-থেকে তিন দিনের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। এ জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে নিঃস্বার্থভাবে। তারা জীবনের চিন্তা করেননি। ৩০ লাখ শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধের এ স্পিডকে নষ্ট করেছে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। আমরা স্বার্থত্যাগী জাতি ছিলাম। একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির কোন দুর্যোগপূর্ণ সময়ে খুবই কষ্ট পাই। বিসিএসআইআরের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ বলেন, আমরা মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় বিসিএসআইআরের সব ইউনিট ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুরহাট একসঙ্গে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতের কাজ করব। জাতির এ দুর্যোগের সময় বিসিএসআইআরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতস্ফুর্তভাবে কাজ করবে। আগামী শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে বিএসএমএমইউতে মন্ত্রীর ক্যাম্পিংয়ের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু“ করবেন। অনুষ্ঠানে বিসিএসআইআরের সদস্য, সচিব, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×