ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দু’এক দিনের মধ্যে

প্রকাশিত: ১১:৩৭, ২২ মার্চ ২০২০

এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত দু’এক দিনের মধ্যে

স্টাফ রিপোর্টার ॥ করোনার কারণে এখন পর্যন্ত আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়ার কোন সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। তবে আগামী ১ এপ্রিল থেকেই পরীক্ষা শুরু হবে কিনা তা আগামী দু’এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পরীক্ষা পিছিয়ে দেয়ার পক্ষে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। পরীক্ষা পিছিয়ে দিলে নতুন সময়সূচী সহজেই করতে প্রস্তুত বলেও জানিয়েছেন বোর্ড চেয়ারম্যানরা। শনিবার সন্ধ্যায় পরীক্ষা পিছিয়ে দেয়ার খবরের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেইন জনকণ্ঠকে বলেন, না এখনও পরীক্ষার বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত আমরা নেইনি। ১ তারিখে পরীক্ষার বিষয়টিই এখনও ঠিক আছে। তবে কি করা যায় তা এই সপ্তাহেই আমরা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। এরই মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করতে শিক্ষা মন্ত্রণালয় গঠিত জাতীয় আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকেও স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করে ফেলেছে ঢাকা শিক্ষা বোর্ড। তৈরি হয়ে গেছে প্রশ্নপত্র, নির্ধারণ করা হয়েছে পরীক্ষা সেন্টারও। এমন পরস্থিতিতে নির্ধারিত তারিখে পরীক্ষা নাও হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেয়ার কোন সিদ্ধান্ত হয়নি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জনকণ্ঠকে জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার আইনশৃঙ্খলা কমিটির বৈঠক স্থগিত হয়েছে। তবে পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। পেছানোর নীতিগত সিদ্ধান্তের খবরও সত্যি নয়। আমরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছি। সিদ্ধান্ত আসতে আরও অপেক্ষা করতে হবে। পরীক্ষার সার্বিক অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেমন পরিস্থিতি হলে পরীক্ষা পেছানো যাবে। পরীক্ষা কিছুদিন পিছিয়ে সময়সূচী করা তেমন কোন কঠিন বিষয় নয়। আমরা পর্যবেক্ষণ করছি। নতুন সপ্তাহেই পরীক্ষার বিষয়টি পরিষ্কার করা সম্ভব হবে। এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে গত ১৬ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ১৮ হতে ৩১ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত হয়। এছাড়াও শিক্ষার্থীদের নিজ বাড়িতে অবস্থানের নির্দেশনা দেয় সরকার।
×