ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লকডাউন করে করোনা সামাল দেয়া যাবে না ॥ রিজভী

প্রকাশিত: ১১:১৪, ২২ মার্চ ২০২০

লকডাউন করে করোনা সামাল দেয়া যাবে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ লকডাউন করে করোনাভাইরাস সামাল দেয়া যাবে না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ব্যাপক ভোটকারচুপি ও অনিয়ম হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, পুলিশ অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের গ্রেফতার করেছে। এর মধ্যে রয়েছে হাজারীবাগ থানা বিএনপির সহ-সভাপতি হেদায়েত উল্লাহ, হাজারীবাগ থানা যুবদলের সভাপতি আবুল খায়ের লিটন, হাজারীবাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন, হাজারীবাগ থানা যুবদল সদস্য, মোঃ সেলিম, সাইদুল ইসলাম শিশির, আমির হোসেন লিটন প্রমুখ। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, অবিলম্বে তাকে মুক্তি দিন। বাজারে জিনিসপত্রের দাম লাগামহীন মন্তব্য করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের মধ্যে রাখুন। সেই সঙ্গে গরিব মানুষের ঋণের কিস্তি স্থগিত করুন। মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা চাল, ডাল, পেঁয়াজ-রসুনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ইচ্ছামতো বাড়িয়ে দিয়েছে। চড়া দামের কারণে সাধারণ মানুষ দিশেহারা। বাজারে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। ৫০ টাকার মিনিকেট চাল একদিনেই হয়েছে ৬২ টাকা, ৪০ টাকার পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা, ৯৫ টাকা ডজন ডিম ১২০ টাকা, ১ পিস ১৫ টাকার লেবু এখন ৪০ টাকা, ২২০ টাকার রুই মাছ ৩২০ টাকা। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এতদিন তারা বলে আসছিলেন করোনা প্রতিরোধে উন্নত দেশের চেয়ে ভাল ব্যবস্থা আছে বাংলাদেশে। এখন দেখছি সরকারের যথাযথ ব্যবস্থা নেই। শুক্রবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা নিয়ে আতঙ্কের মতো পরিস্থিতি হয়নি, করোনার চেয়েও আমরা শক্তিশালী’। এ ধরনের কথাবার্তা বৈশ্বিক বিপদের মুখে মানুষের সঙ্গে মশকরা করার শামিল। রিজভী বলেন, করোনাভাইরাসের চেয়েও ভয়ানক আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের কারণে গোটা দেশ, নির্বাচন ব্যবস্থা ও দেশের মানুষ আজ বিপন্ন। এশীয় উন্নয়ন ব্যাংক বলেছে, করোনা কিছুটা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে। অথচ সরকার এ নিয়ে কোনপূর্ব প্রস্তুতি বা পদক্ষেপ নিচ্ছে না। কারণ জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই।
×