ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মধু চোরকে চাকরি

প্রকাশিত: ১১:১৩, ২২ মার্চ ২০২০

মধু চোরকে চাকরি

তুরস্কের ইব্রাহিম সেডেফ বেছে নিয়েছেন অভিনব পদ্ধতি। মধু চুরি করতে যাওয়া এক ভালুুককে তিনি চাকরি দিলেন। সেই ভালুক এখন মধুর কোয়ালিটি চেক করে। ভালুুকের উৎপাতে অনেক সময়ই ব্যবসায়ীদের মধুর ব্যবসায় ক্ষতি হয়। তবে ইব্রাহিম সেই ভালুুককে নিজের সহকর্মী করলেন। মধুর স্বাদ পরীক্ষা করার সুযোগে ভালুুকেরও হয়ে যায় মধু খাওয়া। আবার তার পছন্দের ধরনেই বোঝা যায় মানুষের সঙ্গে মিল কতটা! চেখে দেখার জন্য তিন-চার রকমের মধু তার সামনে রাখলেই সে বেছে নেয় আঞ্জের মধু। ভালুকের এই মধু-বিলাসের চরিত্র দেখেই ইব্রাহিম তাকে কাজে লাগিয়ে নিলেন মধুর স্বাদের পরীক্ষক হিসেবে। সেডেফের ফার্মে নতুন কর্মচারী এখন ভালুুক। এই অভিনব মানুষ ও ভালুুকের যৌথ ব্যবসার কথা যেন রূপকথার মতো। -জিনিউজ
×