ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাত ধুচ্ছে প্রাণীরাও

প্রকাশিত: ১১:১৩, ২২ মার্চ ২০২০

হাত ধুচ্ছে প্রাণীরাও

বিশ্বজুড়ে প্রচার চলছে, করোনা প্রতিরোধে বার বার ভাল করে হাত ধুতে হবে। তার প্রভাব হয়ত পড়েছে পশু পাখিদেরও ওপর। এমনই কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখে সবাইকে হাত ধুতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করতে পারে। সে সব ভিডিওতে দেখা যাচ্ছে, এক জায়গায় তিনটি ওরাংওটাং ও তিনজন বনকর্মী বসে রয়েছে। আর সেখানে একটি ছোট্ট জলার মতো অংশে বার বার হাত ধুচ্ছে ওরাংওটাং। ভিডিওটি ‘ওরাংওটাং জঙ্গল স্কুল’ নামে ফেসবুক পেজে আপলোড হয়েছে। আর একটি ভিডিওতে দেখা গেছে, মিরক্যাট প্লাস্টিকের গামলায় কয়েক সেকেন্ড ধরে হাত ধুচ্ছে। আরও একটি ভিডিওতে দেখা গেছে, একটি গিরগিটি কলের পানিতে হাত ধুয়ে যাচ্ছে। -ইন্ডিয়া টাইমস
×