ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় সহায়তা দেবে এডিবি

প্রকাশিত: ১১:১২, ২২ মার্চ ২০২০

করোনা মোকাবেলায় সহায়তা দেবে এডিবি

স্টাফ রিপোর্টার ॥ করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শনিবার এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ কথা জানান। এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে করোনা সংক্রমণ রোধে সরকারের প্রস্তুতি, অর্থনৈতিক প্রভাব ও এডিবির সম্ভাব্য সহায়তার বিষয়ে আলোচনা হয়। এডিবির ঢাকা অফিসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশ সরকার করোনাভাইরাস মোকাবেলায় সহায়তা দেয়ার জন্য এডিবিকে অনুরোধ করেছে। দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়-আলোচনা করে দ্রুত অর্থায়নের প্রক্রিয়া শুরু করব। ব্যাপক মৃত্যুর হুমকি নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীন, ইতালি, ইরান, স্পেনসহ কিছু কিছু দেশ ও অঞ্চলে এর প্রকোপে মৃত আর আক্রান্তের মাত্রা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। আগামীতে বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোই করোনাভাইরাস মারাত্মক হয়ে উঠতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ঠিক এ সময়েই করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশের জন্য জরুরী ভিত্তিতে ৬৫০ কোটি ডলার ঋণ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির সদস্যভুক্ত ৬৮টি দেশ এই সহজ শর্তের ঋণ ব্যবহার করতে পারবে। কনসেশনাল এ ঋণে সুদের হার হবে ২ শতাংশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের করোনাভাইরাস মোকাবেলায় এই ঋণ ব্যবহার করা হবে বলে জানায় এডিবি। বাংলাদেশ চাহিদার ভিত্তিতে আলোচনার মাধ্যমে ঋণ দেয়া হবে।
×