ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা

প্রকাশিত: ১১:০৮, ২২ মার্চ ২০২০

চট্টগ্রামে আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাস আক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রাম সিভিল সার্জন ইতোমধ্যে বিষয়টি প্রকাশ্যে জানান দিয়েছেন। তবে শনিবার পর্যন্ত এ নগরীতে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হওয়ার তথ্য মেলেনি। তবে কিছু মৃত্যু নিয়ে গুজব রয়েছে। এসব মৃত্যুর বিপরীতে করোনা আক্রান্তের গুজবটিই সবচেয়ে বেশি। এদিকে, বিদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক লোক চট্টগ্রামে এসেছে। এদের মধ্যে ৬২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে শনিবার চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, শনিবার পর্যন্ত ৭ জনের নমুনা টেস্ট করা হয়েছে। কারও শরীরে করোনাভাইরাস মেলেনি। এর চাইতেও অধিকসংখ্যক প্রবাসী চট্টগ্রামের বিভিন্নস্থানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এরা পরিপূর্ণভাবে হোম কোয়ারেন্টাইনে থাকছেন না বলে অভিযোগ রয়েছে। রবিবার করোনা শনাক্তকরণ কিট চট্টগ্রামে আসছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দুটি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে। এগুলো হচ্ছে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। দুঃখজনক হলেও সত্য যে, কোন হাসপাতালেই করোনা রোগীর চিকিৎসা সংক্রান্তে আইসিইউ সুবিধা নেই। অপরদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির জানিয়েছেন, করোনা রোগী চিকিৎসায় মন্ত্রণালয় থেকে চারটি আইসিইউ সুবিধার বেড দেয়া হচ্ছে। চাওয়া হয়েছে ১০ বেড। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার মধ্যরাত থেকে এ বিমানবন্দরে আন্তর্জাতিক রুটের কোন ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার রাত ১২টার পর থেকে তুরস্ক, সিঙ্গাপুর, ভারতসহ নির্দিষ্ট কিছু দেশের ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণ করতে পারবে না। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘আপনি বাসায় থাকেন, খবর আমরা জানাব’ প্ল্যাকার্ড নিয়ে প্রচার অনুষ্ঠান করেছে নগরীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা আমাদের স্থান থেকে জনগণকে সচেতন করার চেষ্টা করছি। সাধারণ মানুষ যাতে ঘর থেকে বের না হয় সে জন্য আমরা অনুরোধ করছি। পণ্যের মূল্যবিরোধী অভিযান ॥ করোনাভাইরাসকে কেন্দ্র করে অনেকে চাহিদার বেশি পরিমাণ কেনাকাটা শুরু করায় একশ্রেণীর ব্যবসায়ী পণ্যমূল্য বাড়িয়ে দিয়েছে। এর বিরুদ্ধে শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করা হয়েছে।
×