ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারাদেশে হোম কোয়ারেন্টাইনে হাজার হাজার

প্রকাশিত: ১১:০৩, ২২ মার্চ ২০২০

সারাদেশে হোম কোয়ারেন্টাইনে হাজার হাজার

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে করোনাভাইরাস বহনকারী সন্দেহে হাজার হাজার লোককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সন্দেহভাজন বিদেশ ফেরতদের বাড়িতে বাড়িতে পুলিশ স্টিকার লাগিয়েছে। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টার এ খবর পাঠিয়েছেন। ফরিদপুরে ৮৬৭ জন ॥ ফরিদপুরে শনিবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৬৭ জন। এদিকে হোম কোয়ারেন্টাইনগুলো চিহ্নিত করার জন্য পুলিশের উদ্যোগে স্টিকার সাঁটানোর কাজ শুরু হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ থেকে গত ১৯ মার্চ পর্যন্ত ফরিদপুরে চীন, ইতালি, ভারত, সৌদি আরব, সিঙ্গাপুরসহ ৪৪টি দেশ থেকে মোট ৪ হাজার ২৫৬ নাগরিক ফরিদপুরে ফিরে এসেছেন। এর মধ্যে শনিবার পর্যন্ত ৮৬৭ জনের হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন করা হয়েছে ৪০৬ জনকে। এর মধ্যে বোয়ালমারী উপজেলায় ১২৮, মধুখালীতে ৬৮, ফরিদপুর সদরে ৪৭, আলফাডাঙ্গা ও চরভদ্রাসনে ৩৯জন, সদরপুরে ৩০, ভাঙ্গায় ২৯, সালথায় ২১ এবং নগরকান্দায় ৭জন। মাদারীপুরে করোনাভাইরাসে মোট ২৭৩ জন কোয়ারেন্টাইনে আছে। যার মধ্যে হোম কোয়ারেন্টাইনে ২৭০ এবং হাসপাতালের কোয়ারেন্টাইনে ৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে ২৯ জন। সদর হাসপাতালের আইসোলেশনে ৩ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে রিলিজ পেয়েছেন ২৩৬ জন। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় মাদারীপুরের রাজৈরে ৬ ব্যবসায়ীকে ৭২ হাজার টাকা জরিমানা ও শিবচরে প্রশাসনের আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে তিন দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে খুব বেশি ঝুঁকিতে থাকা শিবচরের ৪টি পয়েন্টে শনিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক করা হচ্ছে যাতে প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যায়। করোনার ঝুঁকি এড়াতে শিবচরে ঐ চার এলাকার সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। টাঙ্গাইলে প্রবাসফেরত হোম কোয়ারেন্টাইনে ২৮৬ জন ॥ টাঙ্গাইলে বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত ৪১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় শনিবার দুপুর পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা দাঁড়াল ২৮৬ জনে। এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৪০ জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছে। এদের মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইনে থাকা লোকদেরকে পর্যবেক্ষণ করছেন। হবিগঞ্জে ২৩৭ জন হোম কোয়ারেন্টাইনে ॥ করোনাভাইরাস নিয়ে তৃণমূল জনগণকে সচেতন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সঙ্গে পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলাজুড়ে কঠোর নজরদারি রাখছে। চুনারুঘাটে ভারত সীমান্তে বাল্লা স্থল বন্দরে মালামাল আনা-নেয়া বন্ধ রয়েছে। জেলার ১২২ কিলোমিটার সীমান্তজুড়ে ১৬টি ক্যাম্পের বিজিবির নজরদারিও বাড়ানো হয়েছে। শুধুমাত্র শুক্রবারে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন ১১৪ জন বিদেশফেরত যাত্রী। যশোরে হোম কোয়ারেন্টাইনে ২২৩ ॥ গত ২০ দিনে বিদেশ থেকে যশোর জেলায় ফিরেছেন ২৩ হাজার ৩শ’ ৯৪ জন। এরমধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২২৩ জনকে। তাও আবার সকলেই বিদেশফেরত নন। এদের মধ্যে প্রবাস থেকে আসা পরিবারের সদস্যরা রয়েছেন। সচেতন মহল বলছে, বিদেশফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত না করলে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেছেন ‘নোভেল করোনাভাইরাস’ সংক্রমণ প্রতিরোধে বিদেশফেরতদের সন্ধান পেলেই তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন থেকে বিদেশফেরত ব্যক্তিদের তালিকা হাতে পেলেই হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করা হবে। নেত্রকোনায় হোম কোয়ারেন্টাইনে ৮১ জন ॥ জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের ব্যাপক তৎপরতা সত্ত্বেও নেত্রকোনায় বিদেশফেরত প্রবাসীদের শতভাগ কোয়ারেন্টিন নিশ্চিত করা যাচ্ছে না। জেলায় ৮শ ১০ জন বিদেশ ফেরতের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত মাত্র ৮১ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করা গেছে। হাতিয়ায় হোম কোয়ারেন্টাইনে ২৪ জন ॥ বিদেশ ফেরৎ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। শনিবার সকালে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রচার করা হয়। ফেনীতে ১২৮৭ জন হোম কোয়ারেন্টাইনে ॥ করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৪৯ প্রবাসীসহ ১২৮৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৯ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডাঃ তাহসিন নুর অমি সংখ্যাটি নিশ্চিত করেছেন। উপজেলা অনুসারে- ফেনী সদরে উপজেলা ৩, ফুলগাজী ৮, ছাগলনাইয়া ৪, দাগনভুঞা-১৯, সোনাগাজী ৩, পরশুরাম ১২ জন । বড়াইগ্রামে হোম কোয়ারেন্টাইনে ৩২ জন ॥ নাটোরের বড়াইগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছে এমন উপসর্গ দেখা দিয়েছে গার্মেন্টস কর্মীর মধ্যে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে আইসোলেশন সেন্টারে রাখতে শনিবার বিকেলে বিশেষ ব্যবস্থায় বড়াইগ্রামের নিজ বাড়ি থেকে তাকে ঢাকায় নিয়ে নেয়া হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সন্দেহভাজন ওই ব্যক্তিটি হচ্ছেন কামরুল হোসেন মিয়া (৫০)। শনিবার বেলা ১১টায় করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এই তথ্য দেন সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। তিনি এসময় আরও বলেন, ১ থেকে ২০ মার্চ পর্যন্ত এই উপজেলায় ২৩২ ব্যক্তি বিদেশ থেকে ফেরত এসেছেন এদের মধ্যে ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে ১৫৭ জন ॥ জেলার ৬টি উপজেলায় করোনা ভাইরাস সন্দেহে বিদেশ ফেরত ১৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন পর ৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই ইতালি, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও দুবাই ফেরত। নীলফামারীতে ১২০ জন॥ নীলফামারীতে বিদেশ ফেরত নতুন করে হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন আরও ৩২ জন। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে। ওই সংখ্যার মধ্যে উত্তরা ইপিজেডে চীনা নাগরিক রয়েছেন ১৫ জন। ঝালকাঠিতে ১২১ প্রবাসী ॥ ঝালকাঠির জেলায় নিরাপদভাবে ১২১ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রশাসন খোঁজখবর নিয়ে প্রবাসীদের খোঁজ করে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করছে। ১২১ প্রবাসীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরে ছাড়পত্র নিয়ে ৯ জন বেরিয়ে এসেছে। মাগুরায় বিদেশফেরতদের বাড়ির সামনে লাল পতাকা ॥ করোনাভাইরাস প্রতিরোধে শনিবার মাগুরায় বিদেশফেরতদের বাড়ির সামনে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বিদেশফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলে জগদল ইউপির চেয়ারম্যান তাদের পরিবারের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে মাগুরায় বিদেশ ফেরতদের বাড়ির সামনে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। সদর উপজেলার জগদল ইউপিতে ২২টি বাড়ির সামনে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে এলাকাবাসীকে সতর্ক করতে। ইউপির চৌকিদার ও দফাদাররা প্রবাসীদের বাড়ির সামনে লাঠির সঙ্গে লাল পতাকা উড়িয়ে দেন। রূপগঞ্জে ইতালি প্রবাসীকে জরিমানা ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি নির্দেশনা ও হোম কোয়ারেন্টাইন নিয়ম না মেনে এলাকায় ঘোরাফেরা করায় এক ইতালি প্রবাসীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
×