ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

প্রকাশিত: ১১:০০, ২২ মার্চ ২০২০

সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

সংসদ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠানমালা কাটছাঁট হওয়ার পর এ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। দুদিনের এই অধিবেশন রবিবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে অধিবেশন স্থগিত করা হয়। এর আগে সংসদ সদস্যদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শিশুমেলা ও সাইকেল র‌্যালির কর্মসূচী স্থগিত করা হয়। মুজিববর্ষ উপলক্ষে আহ্বান করা করা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। অধিবেশন স্থগিত করা রাষ্ট্রপতির আদেশে বলা হয়েছে- ‘সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে আমি, ২২ মার্চ আহূত একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে স্থগিত ঘোষণা করিতেছি।’ বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদ্যাপনে বছরব্যাপী নানা কর্মসূচী ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ২২ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেন। গত ৯ জানুয়ারি স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ২২ ও ২৩ মার্চ এই অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। বিশেষ অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ভাষণ দেয়ার কথা ছিল। এরপর জাতির পিতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাসেও কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এই অধিবেশন স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শনিবার দুপুরে এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। বিকেলে রাষ্ট্রপতির আদেশের বিষয়টি সংসদ সচিবালয় থেকে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। উল্লেখ্য, আজ ২২ মার্চ সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ৯টায় ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ নেতা, স্পীকারসহ সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচী নেয়া হয়। যা গত শুক্রবার স্থগিত করা হয়। এর আগে ১৯ মার্চের শিশু মেলাসহ আনুষ্ঠানিক উদ্বোধন এবং ২৪ মার্চের সংসদ সদস্যদের সাইকেল র‌্যালির কর্মসূচীও স্থগিত করা হয়। তবে এই সকল কর্মসূচী পরবর্তীতে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন।
×