ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনায় মৃত ব্যক্তির দাফন সৎকার যেভাবে

প্রকাশিত: ১১:০০, ২২ মার্চ ২০২০

করোনায় মৃত ব্যক্তির দাফন সৎকার যেভাবে

স্টাফ রিপোর্টার ॥ করোনা রোগে মৃত ব্যক্তির দেহ নিরাপদভাবে দাফন/সৎকার করার নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী নির্দেশিকাটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, দাফন/সৎকার প্রক্রিয়া যার যার ধর্মের নির্দেশনা অনুযায়ী পালন করা উচিত। মৃতদেহের দাফন/সৎকার যথাসম্ভব ধর্মীয় অনুশাসন মেনে এবং সম্মান প্রদর্শনপূর্বক করা হবে। ভস্মকৃত দেহাবশেষ বা ছাই হতে করোনা ভাইরাস ছড়ায় না। মৃতদেহ সরানো বা সৎকার/দাফন কাজ শুরুর আগে আইইডিসিআর’র ইনফেকশন, প্রিভেনশন ও কন্ট্রোল রুমকে জানানো এবং আলোচনা করে নিতে হবে। কোভিড-১৯ রোগী ব্যবস্থাপনায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি সুরক্ষা পোশাক পরিধানপূর্বক মৃতদেহ স্পর্শ বা সরানো বা সৎকার/দাফন কাজ করবে। চার সদস্যবিশিষ্ট একটি দল সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধানপূর্বক মৃতদেহকে সৎকার/দাফনের জন্য প্রস্তুত এবং বহন করবে। সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধানপূর্বক একজন সদস্য জীবাণুনাশক কার্যল্ডমে যুক্ত থাকবে। সৎকার/দাফন কাজ ব্যবস্থাপনার দিনেই জীবাণুনাশক তৈরি করতে হবে। স্বাস্থ্য অধিদফতর জানায়, এই নির্দেশিকাটি স্বাস্থ্যকর্মীসহ যে সকল ব্যক্তি করোনা রোগে মৃত ব্যক্তির মৃতদেহ বা সন্দেহভাজন করোনা রোগীর মৃতদেহ দাফন/সৎকার/ ব্যবস্থাপনায় জড়িত তাদের সকলের জন্য প্রযোজ্য। করোনা রোগে মৃত ব্যক্তির মৃতদেহ সৎকার বা দাফন প্রল্ডিয়া রোগীর পরিবার এবং জনসাধারণের জন্য খুবই সংবেদনশীল। এই কাজে যে কোন অব্যবস্থাপনা, মতপার্থক্য বা জটিলতার সৃষ্টি করতে পারে। যে কোন রকম ব্যবস্থাপনার পূর্বে অবশ্যই রোগীর পরিবারকে মৃতদেহ সৎকারের প্রল্ডিয়াটি জানাতে হবে। মৃত ব্যক্তির পরিবারকে জানাতে হবে যে, মৃতদেহকে ধর্মীয়ভাবে সম্মান প্রদর্শনের অধিকার তাদের আছে। সৎকার বা দাফন প্রল্ডিয়া শুরুর আগে নিশ্চিত হতে হবে যে মৃত ব্যক্তির পরিবার সৎকারের প্রল্ডিয়ার সঙ্গে একমত আছেন। এই নির্দেশিকার উদ্দেশ্য হলো করোনা রোগে মৃত ব্যক্তির মৃতদেহ বা সন্দেহভাজন করোনা রোগে মৃত ব্যক্তির মৃতদেহ নিরাপদভাবে দাফন/ সৎকার/ ব্যবস্থাপনার একটি নির্দেশনা প্রণয়ন করা এবং ভাইরাসের সংল্ডমণ ছড়িয়ে পড়া রোধ করা। ধর্মীয় আচারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ॥ প্রথমে দলনেতা পরিবারের নিকট জানাবে যে, মৃতদেহের দাফন/সৎকার যথাসম্ভব ধর্মীয় অনুশাসন মেনে এবং সম্মান প্রদর্শনপূর্বক করা হবে। পরিবারের নিকট জানতে চাইতে হবে যে, মৃতদেহের সৎকার বা দাফনে তাদের কোন নির্দিষ্ট অনুুরোধ আছে কী না, যেমন মৃতদেহকে তায়াম্মুম বা পানি ছাড়া অজু করাতে চায় কি না। এ ধরনের রোগী চিকিৎসাশাস্ত্র অনুযায়ী অতি সংক্রমণশীল করোনা রোগে আক্রান্ত রোগীর মৃতদেহ বিশেষ পদ্ধতিতে গোসল করানা শ্রেয়। মুসলমান ব্যক্তির মৃতদেহকে ব্যাগে কাপড়বিহীনভাবে দাফন করা যাবে না। মুসলমান ব্যক্তির মৃতদেহকে তায়াম্মুম বা পানি ছাড়া অজু করানোর জন্য সৎকার/দাফন কাজ ব্যবস্থাপনা করার যে দল সেখান থেকে মুসলমান একজন সুরক্ষা সামগ্রী পরিধান করে এই কাজটি করতে পারে অথবা পরিবারের কেউ একজন এই কাজটি করতে পারে। এই প্রল্ডিয়াটি সাধারণ পানিসহ অজুর একটি রূপকস্বরূপ। দাফনের জন্য সেলাইবিহীন সাদা সুতি কাপড় কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতে হবে। সৎকার/দাফন কাজ ব্যবস্থাপনা করার দল কাফনের কাপড় সরবরাহ করতে পারে বা পরিবারের সদস্যরা নিজেরাও দিতে পারে। সৎকার/দাফন কাজ ব্যবস্থাপনা করার দলে মহিলা সদস্য থাকলে তিনি মহিলা মৃতদেহের সৎকার/দাফন কাজ ব্যবস্থাপনা করবে। প্রয়োজনে আগে থেকে ইমাম সাহেবের অনুমতি সাপেক্ষে মৃত দেহ বহনকারী ব্যাগটিকে কাফন হিসেবে প্রতিরূপ করা যাবে। মুসলমানদের জন্য সাদা মৃত দেহ বহনকারী ব্যাগ ব্যবহার করতে হবে। দাফন/সৎকার কার্য পরিচালনার সাধারণ নীতিমালা ॥ মৃতদেহ সড়ানো বা সৎকার/দাফন কাজ শুরুর আগে আইইডিসিআর’র ইনফেকশন, প্রিভেনশন ও কন্ট্রোল রুমকে জানানো এবং আলোচনা করে নিতে হবে। শুধু কোভিড-১৯ রোগী ব্যবস্থাপনায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি সুরক্ষা পোশাক পরিধানপূর্বক মৃতদেহ স্পর্শ বা সরানো বা সৎকার/দাফন কাজ করবে। মৃতদেহ স্পর্শ ন্যূনতম রাখতে হবে। রোগীর মৃতদেহ ময়নাতদন্ত করা যাবে না। সন্দেহভাজন করোনা রোগীর মৃতদেহ দাফনের পূর্বে ল্যাবটরির প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি দ্বারা সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধানপূর্বক ও জীবাণুমুক্তকরণ প্রল্ডিয়া মেনে মুখের লালার নমুনা সংগ্রহ করতে হবে। সৎকার/দাফন কাজ ব্যবস্থাপনা করার দল ॥ চার সদস্যবিশিষ্ট একটি দল সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধানপূর্বক (১ জোড়া ডিসপোজেবল হাতের গ্লাভস, ১ জোড়া হেভি ডিউটি গ্লাভস, ডিসপোজেবল কাভার অল স্যুট, অভেদ্য প্লাস্টিক এপ্রোন, ফেসপ্রোটেকশন (গগলস এবং মাস্ক), রাবারের তৈরি জুতা যা পানি ও ছিদ্র প্রতিরোধী এবং ওভারসুজ) মৃতদেহকে সৎকার/দাফনের জন্য প্রস্তুত এবং বহন করবে। সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধানপূর্বক একজন সদস্য জীবাণুনাশক কার্যল্ডমে যুক্ত থাকবে। সংল্ডমণ নিয়ন্ত্রণ প্রল্ডিয়াটি একজন কারিগরি পরিদর্শক তত্ত্বাবধান করবে। তার সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধান করার প্রয়োজন নেই। একজন সদস্য যোগাযোগকারী হিসেবে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করবে। পৃথক যোগাযোগকারীর অভাব থাকলে কারিগরি পরিদর্শক পরিবারের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব পালন করবে। একজন ধর্মীয় প্রতিনিধি থাকবেন যার সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধানের প্রয়োজন নেই। দলে নির্দিষ্ট ধর্মীয় প্রতিনিধি না থাকলে স্থানীয় পর্যায়ে একজনকে এই কাজের জন্য নির্বাচিত করতে হবে। সৎকার/দাফন কাজ ব্যবস্থাপনা করার দলের সকল সদস্যকে (কারিগরি পরিদর্শকসহ) তাদের নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। মহিলা রোগীর মৃতদেহের দাফন/সৎকারের ক্ষেত্রে দলে একজন মহিলা অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। জীবাণুনাশক ॥ সৎকার/দাফন কাজ ব্যবস্থাপনার দিনেই জীবাণুনাশক তৈরি করতে হবে। হাতের পরিচ্ছন্নতার জন্য সাবান পানি বা ৭০% এ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জড়বস্তু ও সমতল স্থান পরিষ্কারের জন্য ০.৫% হাইপোকেøারাইটসলিউসন ব্যবহার করতে হবে। মৃতদেহের ব্যবস্থা প্রল্ডিয়া ॥ মৃতদেহের সঙ্গে সংযুক্ত সকল টিউব, ক্যাথেটার ইত্যাদি যদি থাকে সেগুলো সরিয়ে ফেলতে হবে। সংল্ডমণ নিয়ন্ত্রণের সকল প্রল্ডিয়া পালন করে সংযুক্ত দ্রব্যাদির নিষ্পত্তি করতে হবে। মৃতদেহ পরিষ্কার বা ধোয়া যাবে না। মৃতদেহের সৎকারের জন্য মৃতদেহের সকল ছিদ্রপথ ( যেমন Ñ নাক, কান, পায়ুপথ ইত্যাদি) তুলা দিয়ে ভাল করে বন্ধ করে দিতে হবে যেন কোন তরল গড়িয়ে বের হতে না পারে। মৃত্যুর স্থানেই মৃতদেহটিকে প্লাস্টিকের কভার দিয়ে মুড়িয়ে রাখতে হবে। মুসলমানদের জন্য সাদা মৃতদেহ বহনকারী ব্যাগ ব্যবহার করতে হবে। মৃতদেহটিকে প্লাস্টিকের কভার দিয়ে এমনভাবে মুড়িয়ে রাখতে হবে যেন তা কভারের বাইরের সংস্পর্শে না আসে। যদি রোগী কোভিড-১৯ ওয়ার্ডে/ হাসপাতালে মারা যায়, তাকে প্লাস্টিকের কভার দিয়ে মুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে রোগী যেই বিছানায় ছিল সেটিও সেখান থেকে নির্দিষ্ট স্থানে সরিয়ে ফেলতে হবে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য। যদি সুরক্ষা পোশাক এবং গ্লাভস রোগীর বডি ফ্লুইড দ্বারা সংল্ডমিত হয় তা পরিবর্তন করে ফেলতে হবে। কাফনের কাপড়ের জন্য অনুরোধ থাকলে একটি সেলাইবিহীন সাদা সুতির কাপড় কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতে হবে। একটি সেলাইবিহীন সাদা সুতির কাপড়টি একটি খোলা প্লাস্টিকের বডি ব্যাগের উপরে রাখতে হবে। প্লাস্টিকটি ১৫০ মাইক্রোমিটার এর কম হওয়া যাবে না। সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধানপূর্বক মৃতদেহটি উঁচু করে কাফনের কাপড়ের উপরে রাখতে হবে। একই কাপড় থেকে তিনটি ছোট অংশ কেটে কাফনটি বেঁধে দিতে হবে-প্রথমটি মাথার উপরে, ১টি পায়ের নিচে এবং আরেকটি শরীরের মাঝামাঝি অংশে বেঁধে দিতে হবে। কাফনের পরে, যত দ্রুতসম্ভব মৃতদেহটি জিপার/ চেইন যুক্ত ব্যাগে ভরে বন্ধ করতে হবে। অত্যধিক সংল্ডামক পদার্থের ইঙ্গিতসহ সিল এবং লেবেল করতে হবে। মৃতদেহ মোড়ানো শেষ করে এবং সমাধিস্থলে যাওয়ার পূর্বে সংশ্লিষ্ট ধর্মীয় রীতি অনুসারে জানাজা/অন্ত্যেষ্টিল্ডিয়া সম্পন্ন করুন। যত দ্রুত সম্ভব মৃতদেহের ব্যাগটি পূর্ব নির্ধারিত সমাধিস্থলে সরিয়ে ফেলুন। পৃষ্ঠতল জীবাণুমুক্তকরণ ॥ মৃতদেহ সমাধিস্থলে স্থানান্তরিত করার পূর্বে মৃতদেহ পরিবহনকারী ব্যাগের বাইরের পৃষ্ঠতলগুলো/অংশ জীবাণুমুক্ত করতে ব্যাগের বাইরের দৃশ্যমান মাটি সোডিয়াম হাইপোক্লোরাইট (ব্লিচ) বা সমজাতীয় জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করুন, যা প্রায় সব ধরনের ভাইরাসকে ধ্বংস বা বিনাশ করতে পারে। যে কোন দৃশ্যমান মাটি সরিয়ে ফেলুন, পুরো ব্যাগের বাইরের পৃষ্ঠে জীবাণুনাশকটি আবার প্রয়োগ করুন এবং বাতাসে শুকিয়ে নিন। মৃতদেহ অপসারণের পরে, অবিলম্বে রোগীর ঘরটি পরিষ্কার এবং জীবাণুমুক্ত করুন। আদর্শ পদ্ধতি অনুসারে পুনরায় ব্যবহারযোগ্য সরঞ্জামগুলো পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে নিন। মৃতদেহ পরিবহন ॥ অবিলম্বে মৃতদেহটি মনোনীত পরিবহনের মাধ্যমে কবরস্থানে (আলাদাভাবে মনোনীত কবরস্থানে বা পরিবারিকভাবে নির্ধারিত স্থানে যাতে স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রতিবেশীদের সম্মতি রয়েছে) স্থানান্তর করুন। যে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এবং সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় নিরাপত্তা কর্মীদের আগে থেকেই অবহিত করুন। যাত্রাকালীন সুরক্ষা নিশ্চিত করতে মৃতদেহটি নিযুক্ত দাফন পরিচালনাকারী দলের কাছে অর্পণ করুন। সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং রোগ সংল্ডমণের সম্ভাবনা সীমিত করবার জন্য সংক্ষিপ্ততম রুটে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করুন। ভাইরাসযুক্ত মৃতদেহের পরিবহন যথাসম্ভব সীমিত করবার চেষ্টা করুন। স্থানীয় পরিবহনসহ সকল পরিবহনের আগে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করুন, যেমন দাফন বা সমাধি সংক্রান্ত কার্যক্রমের নিরাপত্তাসহ পূর্বপ্রস্তুতি স¤পন্নকরণ। চালক এবং পরিবহনকারী কামরার মধ্যে প্রতিরক্ষামূলক কাঁচ/প্লাস্টিকের আবরণ ব্যবহার করুন, যেন চালক এবং পরিবহনকারী বগি দুটি পৃথক থাকে। মৃতদেহ পরিবহনকারী গাড়ির চালক বা যাত্রীদের পিপিই প্রয়োজন হবে না। কারণ-উক্ত চালক বা যাত্রীগণ করোনা ভাইরাস এর সন্দেহভাজন, সম্ভাব্য বা নিশ্চিত কেসটির মৃতদেহের দাফন পরিচালনা করবে না এবং মৃতদেহ ইতোমধ্যে পূর্বে বর্ণিত উপায়ে জীবাণুমুক্ত ব্যাগে সুরক্ষিত হয়েছে। দেহ পরিবহনের পরে যানবাহন জীবানুমুক্তকরণ ॥ গাড়ি জীবাণুমুক্তকারী ব্য্যক্তির অবশ্যই প্রতিরক্ষামূলক পোশাক পরা উচিত। যে গাড়িতে দেহটি পরিবহন হয়েছিল তার অভ্যন্তরটি ব্লিচ সলিউশন দিয়ে ধুয়ে ফেলুন এবং ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। পরিষ্কার পানি দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন এবং গাড়িটি বাতাসে শুকিয়ে নিন। গাড়িতে প্রয়োগকৃত ব্লিচ ভালভাবে ধুয়ে ফেলতে ভুলবেন না কারণ ব্লিচগাড়ির ক্ষতি করতে পারে। দাফনকালীন প্রল্ডিয়া ॥ দাফনের প্রল্ডিয়া যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা উচিত। মৃতদেহ বহনকারী ব্যাগটি কখনও খুলবেন না। মৃতদেহ বহনকারী ব্যাগ থেকে অবশিষ্টাংশ অপসারণ করবেন না। ব্যাগবন্দী মৃতদেহগুলো সরাসরি অভেদ্য এবং বদ্ধ প্রকোষ্ঠে বা কবরে রাখুন। মনোনীত সমাধিস্থলে উপযুক্ত প্রসারের ( যেমন ২ মিটার বা প্রায় ৭ ফুট) এবং ১-১.৫ মিটার গভীরতার বা ৫ ফুটের অধিক একটি কবর তৈরি করুন। মৃতদেহ আগমনের পূর্বেই কবরটির খনন কাজ নিশ্চিত করুন। অবিলম্বে মৃতদেহকে সমাধিস্থ বা দাফন করুন (স্বতন্ত্র সাংস্কৃতিক ও ও ধর্মীয় আচার অনুযায়ী)। দাফনের পরে কবর/স্থানটি ১০ থেকে ১৫ সেঃমিঃ গভীর মাটির স্তর দিয়ে ঢেকে দিন। আবদ্ধ অবস্থানে মৃতদেহ দাহ করা উত্তম (সনাতন ধর্মাবলম্বীদের জন্য্য)। দাফনকৃত স্থানের আশপাশ উপযুক্ত জীবাণুনাশক (১০,০০০ পিপিএম সোডিয়াম হাইপোক্লোরাইট দ্রবণ) যেমন ১:৪ অনুপাতে মিশ্রিত ব্লিচ (১ ভাগ ৫.২৫% ব্লিচএর সঙ্গে চার ভাগ পানির মিশ্রণ) দিয়ে পরিষ্কার করে নিন এবং বাতাসে শুকিয়ে নিন। মৃতদেহ বহনকারী ব্যাগ থেকে তরল পদার্থ নিঃসৃত হলে, উপযুক্ত জীবাণুনাশক দ্বারা (লেবেলের নির্দেশাবলী অনুসারে) এলাকাটি স¤পূর্ণরূপে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করুন, যাতে প্রায় সব ধরনের ভাইরাস ধ্বংস বা বিনাশ নিশ্চিত হয়। স্ট্যান্ডার্ড বা আদর্শ পদ্ধতি অনুসারে পুনরায় ব্যবহারযোগ্য জিনিপত্রগুলো পরিষ্কার এবং জীবাণুমুক্ত করুন। মৃতদেহ দাফনের পর ভালভাবে ঘিরে রাখতে হবে যাতে কোন বন্যপ্রাণী মৃতদেহ ভক্ষণ করতে না পারে।
×