ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে তামাক কোম্পানি!

প্রকাশিত: ০৯:২১, ২২ মার্চ ২০২০

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে তামাক কোম্পানি!

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ এর প্রথম পুরস্কার পাচ্ছে বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)! জাতীয় স্বার্থের বিপরীতে একটি মৃত্যু বিপণনকারী প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির নামে পুরস্কার প্রদান অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশে প্রতিদিন ৩৪৫ জন মানুষ তামাক ব্যবহারের কারণে অকালে মারা যায়। বাংলাদেশের সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্যের উন্নয়ন ও সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। সুতরাং তামাক কোম্পানিকে পুরস্কার প্রদানের মাধ্যমে রাষ্ট্র এই মৃত্যু বিপণনকে উৎসাহিত করতে পারে না। তামাক জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত হানিকর পণ্য। তাই তামাকের ক্ষতি থেকে বিশ্ববাসীকে সুরক্ষার জন্য ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল প্রণয়ন করে এবং বাংলাদেশ এই এফসিটিস’র প্রথম স্বাক্ষরকারী দেশ। বাংলাদেশে ২০১৭-১৮ সালে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির (চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানো) পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, তামাক কোম্পানিকে এ ধরনের পুরস্কার প্রদান করার অর্থ হচ্ছে তাদের ব্যবসাকে উৎসাহিত করা। অথচ, প্রধানমন্ত্রী তামাক ব্যবহারের ভয়াবহতা উপলব্ধি করে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের ঘোষণা দিয়েছেন। তামাক ব্যবসাকে উৎসাহিত করে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন সম্ভব নয়। তাই অবিলম্বে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ সংশোধন করে তামাক কোম্পানির নাম এই পুরস্কার প্রদানের তালিকা থেকে প্রত্যাহার করতে হবে। উল্লেখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর ০.৬৪ শতাংশ শেয়ার রয়েছে সরকারের এবং এই শেয়ার থাকার সুবাদে কোম্পানিটি সরকারের নিকট হতে নানা ধরনের ব্যবসায়িক সুবিধা আদায় করে নেয়ার অভিযোগ রয়েছে।
×