ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ একদিন আমদানি রফতানি বন্ধ রাখার ঘোষণা

প্রকাশিত: ০৯:২০, ২২ মার্চ ২০২০

আজ একদিন আমদানি রফতানি বন্ধ রাখার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ করোনাভাইরাসের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনতার কারফিউ ঘোষণা করেছেন। এই ঘোষণাকে সর্মথন জানাতে ও নরেন্দ্র মোদিকে সম্মান জানাতে আজ ২২ মার্চ রবিবার একদিন বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দরে সকল ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ২১ মার্চ এ সিদ্ধান্ত নিয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষকে ভারতীয় ব্যবসায়ী ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ পত্র দিয়েছে। জানা গেছে, প্রথমে বুড়িমারীর ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিএ্যান্ডএফ) ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন রবিবার আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত জনতার কারফিউয়ের সমর্থনে এ সিন্ধান্ত নেয়া হয়। বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সুমেন চাকমা জানান, বুড়িমারী স্থলবন্দরের ওপারে থাকা ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ তাকে শনিবার বিকেলে পত্র দিয়ে জানিয়েছেন, একদিন শুধুমাত্র রবিবার বুড়িমারী ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস প্রতিরোধে যে, জনতার কারফিউ দিয়েছে। তাকে সমর্থন করতে এই একদিন প্রতীকী হিসেবে দুই দেশের স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। সোমবার হতে যথারীতি স্থলবন্দর দুটির কার্যক্রম চলবে। তবে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে বুড়িমারী স্থলবন্দর ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর দীর্ঘমেয়াদীভাবে বন্ধ করতে পারে ভারত সরকার।
×