ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেট স্টাম্পের আঘাতে বন্ধু নিহত

প্রকাশিত: ০৯:১৮, ২২ মার্চ ২০২০

ক্রিকেট স্টাম্পের আঘাতে বন্ধু নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২১ মার্চ ॥ বন্ধুর ক্রিকেট স্টাম্পের আঘাতে বন্ধু নিহত হয়েছে। শনিবার দুপুরে শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান (২১) ওই গ্রামের কাঠমিস্ত্রি মো: আনিসের ছেলে। জানা গেছে, শনিবার শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া গ্রামের মাঠে দুই দল কিশোর ক্রিকেট খেলছিল। দুই বন্ধু হাসান ও হৃদয় মাঠের বাইরে বসে খেলা দেখছিল। হৃদয় তার বন্ধু হাসানের কাছে ১০ টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হৃদয় ক্রিকেটের স্টাম্প দিয়ে হাসানের মাথায় ও শরীরে আঘাত করে। এতে হাসান গুরুতর আহত হলে তাকে দ্রুত জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে নির্যাতনকারী হৃদয় গ্রাম ছেলে পালিয়েছে। সে একই গ্রামের মো: মুক্তির ছেলে। ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার সংবাদদাতা, মঠবাড়িয়া, ২১ মার্চ ॥ মঠবাড়িয়ায় রুবেল মৃধা (২২) নামে এক মাদক বিক্রেতাকে ইয়াবাসহ আটক করেছে পিরোজপুর ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫শ’ ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের হাকিম খলিফার বাড়ির সম্মুখ থেকে তাকে আটক করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত রুবেল উপজেলার পূর্ব সেনের টিকিকাটা গ্রামের হারেচ মৃধার ছেলে। মঠবাড়িয়া থানার ওসি মোঃ মাসুদুজ্জামান মিলু জানান, রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
×