ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু কর্মচারীর শরীরে গরম দুধ ॥ দোকানি গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৭, ২২ মার্চ ২০২০

শিশু কর্মচারীর শরীরে গরম দুধ ॥ দোকানি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাট উপজেলায় চায়ের দোকানির ঢেলে দেয়া গরম দুধে ঝলসে গেছে ওই দোকানের শিশু কর্মচারীর শরীর। এ ঘটনায় আটক চায়ের দোকানি আতিক মিয়াকে শনিবার পুলিশ জেলহাজতে পাঠিয়েছে। জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশিমবাজারের চায়ের দোকানি আতিক মিয়ার দোকানে প্রতি শুক্রবার সামান্য কয়েকটি টাকার বিনিময়ে কাজ করত পাশর্^বর্তী মুসরত নাখেন্দা গ্রামের হতদরিদ্র ফুলবাবুর শিশুপুত্র নুরনবী (১০)। সে পাশর্^বর্তী একটি মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। শুক্রবার দুপুরে ওই দোকানের মালিক আতিক মিয়া শিশুটিকে দ্রুত চা তৈরি করে দিতে বলেন। শিশুটি চা তৈরি করতে দেরি করায় দোকানের মালিক রেগে গিয়ে শিশুটির শরীরে গরম দুধ ঢেলে দেয়। এতে করে শিশুটির ঘাড়, পিঠ ও নিম্নাশ ঝলসে যায়। পরে শিশুটির অভিভাবকরা তাকে কুড়িগ্রাম সরকারী হাসপাতালে ভর্তি করান।
×