ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে দুই মোটরবাইকের সংঘর্ষে নিহত তিন

প্রকাশিত: ০৯:১৭, ২২ মার্চ ২০২০

রাজশাহীতে দুই মোটরবাইকের সংঘর্ষে নিহত তিন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা দুই মোটরসাইকেলের আরোহী ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার সাহাব্দিপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন গোদাগাড়ীর উজানপাড়া এলাকার বদরুল ইসলামের ছেলে হৃদয় (২২), রামনগর লালবাগ গ্রামের মাহবুব হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮) ও জেলার পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩)। আহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে সোহাগ আলী (২২) ও রাজশাহী নগরীর রায়পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মোসাদ্দেক আলী (২১)। তারা রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। রামেক হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যামলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় ও মোহাম্মদ আলী মারা যান। অন্য দুজন চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক। জয়পুরহাটে যুবক নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, পাঁচবিবিরি গণেশপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে রেজুয়ান হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে পাঁচবিবি-ঘোড়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজুয়ান হোসেন পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ওসি মনসুর রহমান জানান, রেজুয়ান হোসেন জুমার নামাজ শেষে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে পাঁচবিবি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাঁচবিবি উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য খামারের সীমানা দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন রেজুয়ান। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে নেয়া হলে তার মৃত্যু হয়। সাতক্ষীরায় ট্রলি চালক স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, মাটি বহনকারী ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে এক ট্রলি চালক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার ধানদিয়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রলি চালকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের নুর ইসলামের মোড়লের ছেলে। নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আলমগীর তার ট্রলিতে কয়েক বস্তা চাল নিয়ে কলারোয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ধানদিয়া চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে ইটভাঁটির জন্য মাটি নিয়ে যাওয়া একটি ট্রাক্টর পিছন দিক থেকে তার ট্রলিটিকে ধাক্কা দেয়।
×