ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:১৬, ২২ মার্চ ২০২০

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার

সংবাদদাতা, সাভার, ২১ মার্চ ॥ আশুলিয়ায় শাহীনা খাতুন (২৫) নামের এক নারী পোশাক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শানিবার দুপুরে আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় হাজী জিল্লুর রহমানের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহীনা খাতুন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চরসাদীপুর গ্রামের নওশাদ ম-লের মেয়ে। তিনি একটি তৈরি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল থেকে তাদের কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। শনিবার সকালে কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ শাহীনা খাতুন নামের ওই নারী পোশাক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পাবনায় মুসল্লি নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, মসজিদের মুয়াজ্জিন নিয়োগ নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের মারপিটে ইয়াসিন প্রামাণিক (৫০) মারা গেছেন। শুক্রবার রাত তিনটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইয়াসিন সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের মৃত রাজাই প্রামাণিকের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ভজেন্দ্রপুর গ্রামের মসজিদের মুয়াজ্জিন অসুস্থ হওয়ায় কিছুদিন ধরে অন্য এক বয়স্ক ব্যক্তি আজান দিচ্ছিল। তার উচ্চারণে কিছু ভুল থাকায় তাকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিতে বলেন ইয়াসিন প্রামাণিকসহ স্থানীয় কয়েকজন মুসল্লি। কিন্তু মসজিদ কমিটির সভাপতি ইমান আলী ম-ল তাদের বিরুদ্ধে অবস্থান নেন। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর ইমান আলী ম-লের সঙ্গে ইয়াসিন প্রামাণিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমান আলী ম-লের লোকজন ইয়াসিন প্রামাণিককে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পরে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত তিনটার দিকে মারা যায় ইয়াসিন প্রামাণিক। গাজীপুরে যুবক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরের শ্রীপুরে গোসল করতে গিয়ে নিখোঁজের দুদিন পর শনিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাসেল মিয়া (২৫)। সে শ্রীপুর উপজেলার লতিফপুর দক্ষিণপাড়া এলাকার সিরাজ উদ্দিন ওরফে শিরু পাগলার ছেলে। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী ও নিহতের বড়ভাই কাওছার জানান, গত বৃহস্পতিবার দুপুরে রাসেল বাড়ির পাশর্^বর্তী শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বিকেলে বাড়ি ফিরে না আসায় স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শনিবার বেলা ১১টার দিকে ওই নদীতে রাসেলের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নদী থেকে রাসেলের লাশ উদ্ধার করে। রাসেল মানসিক ভারসাম্যহীন ছিল। নেত্রকোনায় কৃষক নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কেন্দুয়া পৌরসভার বাদে আঠারবাড়ি এলাকায় সড়কের পাশ থেকে শুক্রবার রাতে আব্দুস সাত্তার (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। আব্দুস সাত্তার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের মৃত মুর্তুজ আলীর ছেলে। জানা গেছে, আব্দুস সাত্তার শুক্রবার বিকেলে বাড়ি থেকে ভাড়াটে মোটরসাইকেলে চড়ে কেন্দুয়া সদরে যান। রাত সাড়ে ১১টার দিকে কেন্দুয়া-মদন সড়কের বাদে আঠারবাড়ি এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, সদর উপজেলায় একটি বাঁশঝাড় থেকে রানু বেগম (৪৫) নামের এক গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বেতিলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রানু ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্না সোয়াপুর এলাকার আরমান আলীর স্ত্রী। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুজ্জামান জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। যশোরে নারী স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, বাঘারপাড়া উপজেলার মাহামুদ আলীপুর গ্রামের একটি ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। শনিবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, শনিবার সকালে বাঘারপাড়া উপজেলার মাহামুদ আলীপুর গ্রামের মাঠের মধ্যে বামুনহাট-বালিয়াডাঙ্গা সড়কের পাশে একটি ক্ষেতে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বরিশালে যুবকর স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর সোনামিয়ার পুল সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে হানিফ হাওলাদার (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ওই এলাকার নাছির মডেল টাউনের পিছনের একটি মাছ চাষের পুকুর থেকে হানিফের লাশ উদ্ধার করা হয়। মৃত হানিফ হাওলাদার সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল বারেক হাওলাদারের পুত্র। পেশায় একজন স্টিলের সরঞ্জাম তৈরির মিস্ত্রি। সোনামিয়ার পুল বাজারের নাঈম স্টিল নামক দোকানে কাজ করতেন হানিফ।
×