ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৯:০৬, ২২ মার্চ ২০২০

বাল্যবিয়ে থেকে রক্ষা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বাল্যবিয়ে হতে রক্ষা পেল সনি আক্তার (১২) নামের এক ছাত্রী। সে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার রাতে গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের রাকিবুল ইসলাম আকুর কন্যা সনির সঙ্গে লালমনিরহাট জেলার পাটগ্রামের দুলু মিয়ার বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় থানার ওসি মফিজ উদ্দিন শেখ ও পুলিশ ফোর্সসহ সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালালে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় ওই শিক্ষার্থী। ছেলেকে পুলিশে দিলেন বাবা! সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ২১ মার্চ ॥ ভূঞাপুরে মাদকসেবী ছেলেকে শনিবার পুলিশে দিলেন বাবা। পৌর এলাকার শিয়াকোল গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাজেদুল ইসলামের ছেলে নবীন (৩০) দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত হয়ে বাবা-মাকে নির্যাতন করে আসছে এবং বাসায় ভাংচুর করে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা তাকে শনিবার দুপুরে পুলিশে ধরিয়ে দেয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫শ’ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে।
×