ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা বিতর্কের জের

রাজবাড়ীতে নিহত এক, আহত ১০

প্রকাশিত: ০৯:০৬, ২২ মার্চ ২০২০

রাজবাড়ীতে নিহত এক, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২১ মার্চ ॥ করোনাভাইরাস নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে রাজবাড়ীতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে। নিহত ব্যক্তির নাম লাবলু মোল্লা (৪৮)। পেশায় সে একজন কৃষক। লাবলু মোল্লা একই গ্রামের মৃত আকিল মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। এলাকাবাসী ও থানা সূত্র জানায়, গত বুধবার করোনাভাইরাস নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার সময় পল্লী চিকিৎসক আব্দুল খালেকের সঙ্গে লাবলু মোল্লার ভাই মান্নান মোল্লার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে মান্নান মোল্লার পক্ষের লোক লাবলু মোল্লাসহ ১০ জন আহত হয়। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় লাবলু মোল্লা মারা যান। আহতদের মধ্যে বাবলু ও খালেক ফকির হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। রাজবাড়ীর সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, করোনাভাইরাস নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ৫জনকে আটক করা হয়েছে। প্রবাসী স্বামী আসার খবর শুনে বাবার বাড়ি গেলেন স্ত্রী নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২১ মার্চ ॥ বিদেশ থেকে স্বামী আসার কথা শুনলে স্ত্রীরা সাধারণত খুশি হন। কিন্তু বাউফলে ঘটেছে তার উল্টোটি। বিদেশ থেকে স্বামী আসার খবর শুনে স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে। তার স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে এই আশঙ্কা থেকে শনিবার সকালে তিনি বাবার বাড়ি চলে যান। বিষয়টি শ্বশুরবাড়ির লোকজন ভালভাবে না নিলেও স্থানীয় লোকজন ওই গৃহবধূকে সাধুবাদ জানিয়েছেন। বাউফল সদর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যক্তিদের অভিমত, দেশে করোনাইভাইরাস ছড়িয়ে পড়ার পর যখন সর্বত্র আতঙ্ক চলছে তখন প্রবাসীর স্ত্রীর এমন সিদ্ধান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যান্য প্রবাসী স্ত্রীদের উচিত অন্তত ১৪ দিন তাদের স্বামীকে এড়িয়ে থাকা।
×