ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: ০৯:০৫, ২২ মার্চ ২০২০

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী এক হাজতি শুক্রবার রাতে মারা গেছে। তার নাম মাসুদ রানা (৩৮)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার হরিনাচালা এলাকার সোহেল রানার ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উম্মে সালমা জানান, এ কারাগারের হাজতি মাসুদ রানা শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসাপাতলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃত মাসুদকে জিএমপির টঙ্গী পশ্চিম থানার মামলায় এ কারাগারে স্থানান্তর করা হয়। কক্সবাজারে বন্যহাতির মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পাহাড় থেকে পড়ে রামুতে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। রামুর খুনিয়া পালং এলাকায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। গ্রামবাসী বলছেন, লাখ লাখ রোহিঙ্গার কারণে বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ায় খাদ্যের অভাবে বন্যহাতি লোকালয়ে এসে এমন পরিস্থিতির শিকার হচ্ছে প্রতিনিয়ত। খুনিয়া পালং পশ্চিম গোয়ালিয়া ঝুকড়িপাড়া গ্রামে পাহাড় থেকে পড়ে ভোর রাতে বড় এ হাতিটির মৃত্যু ঘটে। শনিবার সকালে রামু উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগ ভেটেরিনারি সার্জনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
×