ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনায় বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৯:০২, ২২ মার্চ ২০২০

পাবনায় বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ মার্চ ॥ সাঁথিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা আব্দুল আলিম ওরফে কালু (৩৫) নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার খয়েরবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কালু উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলী কসাইয়ের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মাদকবিরোধী পুলিশের চলমান অভিযানের সময় খয়েরবাগান এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আলিম ওরফে কালুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একশ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সাঁথিয়া থানায় মামলা হয়েছে। নাটোরে আটক ২ নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নাটোরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে নাটোর পুলিশ লাইনের সামনে থেকে তাদের হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো গোদাগাড়ী থানার মহিশালবাড়ী শিবসাগর গ্রামের মৃত আনেস উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন (৪৫) এবং পবা থানার দাদপুর পশ্চিমপাড়া মহল্লার অছির উদ্দিনের ছেলে মাইক্রোবাস ড্রাইভার বেলাল। শনিবার দুপুরের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় হরিপুর এলাকায় একটি মাইক্রোবাসকে ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাইক্রোবাসটি। পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে পুলিশ লাইনের কাছে গিয়ে আটক করে। মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পেছনে থাকা ড্যাসবোর্ডের মধ্যে রোল করে রাখা এক কেজি ৪৭৪ গ্রাম হেরোইন উদ্ধার ও দুইজনকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক চোরাচালানের বিষয়টি স্বীকার করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, নাটোর সদর সার্কেলের এএসপি আবুল হাসনাত। নারায়ণগঞ্জে চার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৪৭ হাজার ৩২০ ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় মাদক বিক্রির ১২ হাজার ৭শ’ টাকা ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। শুক্রবার রাত আড়াইটায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে শনিবার বিকেলে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজারের চকরিয়ার ভরামহরী এলাকার বাসিন্দা মোঃ জামাল উদ্দিন (৩২), একই জেলার সদর থানার ইসলামপুরের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম (২০), বরিশালের উজিরপুরের মশাং ও বাবরখানা এলাকার বাসিন্দা মোঃ তানভীর হাসান (৩৪) ও মোঃ জামাল হোসেন (৩১)। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, কক্সবাজারের পাচারকারী চক্র মাইক্রোবাসযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মাদক কারবারির কাছে ইয়াবা সরবরাহ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি দল শুক্রবার রাতে ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। রাত আড়াইটায় একটি মাইক্রোবাস মদনপুর রাফি ফিলিং স্টেশনে থামে এবং ২ জন মাইক্রোবাস থেকে ২টি পোঁটলা গ্রহণ করার সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জামাল হোসেন ও মোঃ তানভীর হাসানের কাছ থেকে উদ্ধারকৃত পোঁটলার ভেতর ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি পালানোর চেষ্টাকালে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাসটি আটক করে। মাইক্রোবাসের ভেতরে থাকা মোঃ শফিকুল ইসলাম ও মোঃ জামাল উদ্দিন স্বীকারোক্তিতে মাইক্রোবাসটি তল্লাশি করে পেছনের শাটার দরজার প্যাডের ভেতরে রাখা ৩৭ হাজার ৩২০ ইয়াবা উদ্ধার করা হয়।
×