ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচজনে একজন ঘরবন্দী

প্রকাশিত: ০৯:০১, ২২ মার্চ ২০২০

পাঁচজনে একজন ঘরবন্দী

লকডাউন শাটডাউনের কার্যত বন্দী দশায় পড়েছে মার্কিনীরা। দেশটিতে প্রতি পাঁচজনে একজনকে ঘরে অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার পর এবার লকডাউনের মিছিলে যোগ দিল ইলিনয়, কানেক্টিকাট এবং নিউজার্সি। এসব অঙ্গরাজ্যের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিত্যপ্রয়োজনীয় ছাড়া সব ধরনের ব্যবসা বন্ধ রাখতে বলা হয়েছে। এর বাইরে বিভিন্ন অঙ্গরাজ্যে বাণিজ্য কর্মকা-ের পরিসর সীমিত করা হয়েছে। -বিবিসি বিবর্ণ চেরি উৎসব জাপানে এখন চেরি উৎসবের সময় হলেও করোনাভাইরাসের জন্য উৎসবের সেই আমেজ নেই। চেরিফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ-বিদেশের পর্যটকরা বছরের এ সময় জাপানে পাড়ি জমিয়ে থাকেন। কিন্তু করোনার জন্য এবার বিদেশ থেকে মানুষ আসা বন্ধ। স্থানীয়রা ঘরে সময় কাটাতে বাধ্য হচ্ছে। মার্চ থেকে মে পর্যন্ত জাপানে চেরি উৎসব চলে। এ সময় দেশটিতে ৮৫ লাখ পর্যটকের সমাগম ঘটে। জাপানের অর্থনীতিতে যার অবদান প্রায় ৫২০ কোটি ডলার। -সিএনএন
×