ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার তিউনিসিয়া লকডাউন

প্রকাশিত: ০৯:০০, ২২ মার্চ ২০২০

এবার তিউনিসিয়া লকডাউন

তিউনিসিয়ায় করোনাভাইরাসের বিস্তাররোধে সাধারণ লকডাউন জারি করা হয়েছে। এর ফলে মানুষের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এই ঘোষণা দিয়েছেন। উত্তর আফ্রিকার দেশটিতে এখন পর্যন্ত ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। এরই মধ্যে দেশটি ক্যাফে, রেস্তরাঁ ও মসজিদ বন্ধ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, দরিদ্রদের জন্য আগামী ছয় মাস ঋণ পরিশোধ স্থগিত রাখবে তিউনিসিয়ার ব্যাংকগুলো। ভাইরাসের প্রভাবে সামাজিক ও অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সহযোগিতার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ বলেন, ভয় বা আতঙ্কের কিছু নেই। রাষ্ট্র আপনাদের পাশে আছে। আমি তিউনিসিয়ার জনগণকে বাসায় থাকার ও শুধু জরুরী প্রয়োজনে বের হওয়ার আহ্বান জানাচ্ছি। -রয়টার্স ব্রিটেনের প্রতি বন্ধুত্বের হাত বাড়াল কিউবা ব্রিটিশ প্রমোদতরী এম এস ব্রেমারে কমপক্ষে ৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী অবস্থান করছিলেন। এছাড়া ৫২ যাত্রীর মধ্যে এই রোগের লক্ষণ আছে। ৬০০ যাত্রীর এই জাহাজে বৃটিশ নাগরিকই বেশি। নেই কোন কিউবান। বিপদে পড়ে যুক্তরাষ্ট্র ও কিউবার কাছে সাহায্য চান জাহাজের ক্যাপ্টেন। কিন্তু ‘প্রাণের বন্ধু’ যুক্তরাষ্ট্র ফিরিয়ে দিলেও, ‘শত্রু’ কিউবা স্বার্থহীনভাবে বৃটিশ জাহাজটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পাঁচদিন ধরে ক্যারিবিয়ান সাগরে অবস্থান করছিল জাহাজটি। অন্যত্র নোঙরের অনুমতির জন্য পাগলের মতো হন্যে হয়ে সাহায্য খুঁজছিলেন ক্যাপ্টেন। বৃটিশ কূটনীতিকরা মার্কিন কর্মকর্তাদের আকুতি মিনতি করে অনুরোধ করছিলেন যেন জাহাজটিকে ভিড়তে দেয়া হয়। কিন্তু না! নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুও এই বিপদের বোঝা নিতে রাজি হলো না। কিন্তু ‘শত্রু’ কিউবা ঠিকই অনুরোধে রাজি হলো। দেশটি এক বিবৃতিতে বলেছে, এই মহামারীর বিস্তার ঠেকাতে হলে অবশ্যই অভিন্ন পদক্ষেপ নিতে হবে। -গার্ডিয়ান
×