ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা ॥ দেড় লাখ কর্মী নেবে ওয়ালমার্ট

প্রকাশিত: ০৯:০০, ২২ মার্চ ২০২০

করোনা ॥ দেড় লাখ কর্মী নেবে ওয়ালমার্ট

করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ বার, সিনেমা হল বন্ধ, খালি রাস্তাঘাট। তবে বিপরীত চিত্র রেস্টুরেন্ট, সুপারশপগুলোতে। করোনা সঙ্কটে তাদের বিক্রি বেড়ে গেছে কয়েকগুণ। পরিস্থিতি সামাল দিতে তাই দেড় লাখ নতুন কর্মী নিয়োগ দিচ্ছে বহুজাতিক সুপারশপ চেইন ওয়ালমার্ট। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, মে মাসের শেষ নাগাদ এসব কর্মী নিয়োগ দেয়া হবে। এই নিয়োগ অস্থায়ীভিত্তিতে হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কিছু লোক স্থায়ী নিয়োগ পাবেন। আগ্রহীদের অতি অল্প সময়ের মধ্যেই আবেদন করতে হবে। -এপি হংকংয়ে বিদেশ ফেরত করোনা রোগী বাড়ছে হংকং করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধিতে শুক্রবার রেকর্ড করেছে। আক্রান্তদের অনেকেই ইউরোপ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পশ্চিম এশিয়া থেকে ফিরেছেন। আগত আক্রান্তের ক্রমবর্ধমান হুমকির মুখে শহরটি একা নয়। তাইওয়ান শুক্রবার অতিরিক্ত ২৭ জনের আক্রান্তের কথা জানিয়েছে এবং তাদের অধিকাংশই ভ্রমণের সঙ্গে সম্পর্কিত। তারা দেখছে প্রতিদিনের রেকর্ডে নতুন আক্রান্তের সংখ্যা যোগ হচ্ছে। হংকংয়ে ৪৮ করোনা আক্রান্তের মধ্যে ৩৬ জনেরই ভ্রমণ রেকর্ড রয়েছে বলে শুক্রবার জানানো হয়েছে। তাদের সিঙ্গাপুর, ফিলিপিন্স, অস্ট্রিয়া, পর্তুগাল, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণের রেকর্ড রয়েছে। সিঙ্গাপুরে নতুন আক্রান্ত ৩২ জনের মধ্যে দক্ষিণ-পশ্চিম এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা ভ্রমণের রেকর্ড রয়েছে। তিনটি দেশই করোনা প্রাদুর্ভাবের প্রথম ঢেউকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল, যখন এটি মূল ভূখণ্ড চীন জুড়ে ছড়িয়ে পড়ছিল। -টাইম
×