ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞা না মেনে অনুষ্ঠান করায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০:০৮, ২১ মার্চ ২০২০

 নিষেধাজ্ঞা না মেনে অনুষ্ঠান করায় ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সামাজিক অনুষ্ঠান আয়োজন করায় ৫০ হাজার টাকা দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুষ্ঠানের অতিথিদের জন্য রান্না করা খাবার স্থানীয় একটি এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়। এতে আয়োজিত ওই অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন এ আদালত পরিচালনা করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন জানান, সংক্রামক রোগ করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকার দেশের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিকসহ সকল ধরনের জনসমাগমের অনুষ্ঠানের স্থগিতাদেশ দিয়েছে। সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে এর প্রচার চালানোও হয়। কিন্তু ওই সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দক্ষিণ বরামা গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে সুন্নতে খাৎনার একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫ শতাধিক ব্যক্তিকে আমন্ত্রণ করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে আয়োজিত অনুষ্ঠানটি পন্ড করে দেন। আদালত এসময় মানুষের জীবন বিপন্নকারী সংক্রামক রোগ বিস্তার ঘটতে পারে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অপরাধে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন এবং আয়োজিত অনুষ্ঠানের খাবারসামগ্রী পার্শ্ববর্তী একটি এতিম খানায় পাঠিয়ে দেয়া হয়। এদিকে বিকেলে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লোহাই বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অধিক মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোজাম্মেল হক ও নাজিম উদ্দিন নামের দুই ব্যবসায়ীসহ ৮ জনকে অর্থ দন্ড দেয়া হয়। বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোরভাবে নজরদারি করছে। এরই অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন জানিয়েছেন।
×