ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনা কিট ও ল্যাব স্থাপনে প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ১০:০৬, ২১ মার্চ ২০২০

 চট্টগ্রামে করোনা কিট ও ল্যাব স্থাপনে  প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তকরণের ল্যাব এবং পরীক্ষা কিটের অপ্রতুলতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ। দেশের সিংহভাগ আমদানি-রফতানি বাণিজ্য চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক হওয়ায় এখানে প্রচুর দেশী-বিদেশী লোকের আগমন ঘটে। বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস সংক্রমণের জন্য চট্টগ্রাম দেশের অন্যান্য অঞ্চল থেকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা। কিন্তু সেই মোতাবেক নিরাপত্তার দৃশ্যমান কোন পদক্ষেপ না থাকা সাংবাদিক নেতারা উদ্বেগ প্রকাশ করেন। সভায় যত দ্রুত সম্ভব চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের পর্যাপ্ত কিট ও ল্যাব স্থাপনে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়। একইসঙ্গে তারা মহানগরীর স্টেশন রোডের সরকারী মোটেল সৈকতকে কোয়ারেন্টাইন ঘোষণা করে এ হোটেলে কার্যক্রম শুরুর দাবি জানান। শুক্রবার প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মোঃ আইয়ুব আলী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম ও কাজী আবুল মনসুর বক্তব্য রাখেন। বক্তারা আরও বলেন, এমন সঙ্কটময় এবং দুর্যোগমুহূর্তে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
×