ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেইমারের কৃতজ্ঞতা

প্রকাশিত: ০৯:৪৪, ২১ মার্চ ২০২০

 নেইমারের কৃতজ্ঞতা

স্পোর্টস রিপোর্টার ॥ জীবনের নিরাপাত্তা নিশ্চিত করতে ফ্রান্স থেকে নিজ দেশ ব্রাজিলে ফিরে গেছেন সুপারস্টার নেইমার। সেখানে গিয়ে তিনি করোনা আক্রান্তদের সেবায় যারা কাজ করছেন সেসব স্বাস্থ্যকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও বিভিন্ন দেশে করোনা আক্রান্তদের সেবা করছেন চিকিৎসকরা। অন্য প্রায় সব পেশার মানুষ ঘরে থাকতে পারলেও স্বাস্থ্যকর্মীদের ফুসরত নেই। যে কারণে মহান এই পেশার মানুষদের প্রতি কৃতজ্ঞার শেষ নেই নেইমারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, সব স্বাস্থ্যকর্মীর জন্য ভালবাসা। জীবন নিয়ে ঝুঁকি নেয়ায় আপনাদের ধন্যবাদ। এদিকে করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার অংশ হিসেবে ইংলিশ ফুটবলে স্থগিতাদেশ আরও বেড়েছে। অন্তত আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ফুটবল বন্ধের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড। এ সময়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ও ইএফএল, মেয়েদের সুপার লীগ, মেয়েদের চ্যাম্পিয়নশিপ এবং স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডের সব ধরনের ফুটবল স্থগিত থাকবে। পরিস্থিতি নিরাপদ হওয়া মাত্র ২০১৯-২০ মৌসুমের বাকি অংশ শুরু করার কথাও যৌথ বিবৃতিতে জানিয়েছে এফ, প্রিমিয়ার লীগ ও ইএফএল।
×