ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত সরকার চায় না আইপিএল হোক

প্রকাশিত: ০৯:৪৪, ২১ মার্চ ২০২০

 ভারত সরকার চায় না আইপিএল হোক

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান দিপক্ষীয় সিরিজের প্রায় সবই বন্ধ অথবা স্থগিত হয়ে গেছে। করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটেও। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) আয়োজনের নীতিগত সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেনি আয়োজক কমিটি। কারণ এর সঙ্গে অনেক অনেক আর্থিক লাভ-ক্ষতির হিসাব জড়িত। এ মাসের ২৯ তারিখ থেকে পিছিয়ে এপ্রিলের ১৫ তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে আইপিএল আদৌ শুরু হবে কি না, সেটি নিয়ে সন্দেহ রয়েছে খোদ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীরও। তিনি অবশ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্তের পক্ষে। তবে দেড়শ’ কোটি মানুষের দেশ ভারতে ক্রমশ করোনা ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় ভারত সরকারই চাইছে না আইপিএল অনুষ্ঠিত হোক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কোভিড-১৯ এর ভারতীয় সমন্বয়ক এ আহ্বান জানিয়ে বলেছেন, ‘আয়োজকদের সিদ্ধান্ত নিতে হবে তারা এটা চালিয়ে যাবে কিংবা বন্ধ করবে। আমাদের পরামর্শ হলো এই সময়ে এই টুর্নামেন্ট চালানোর দরকার নেই। তবে তারা যদি চালিয়ে যেতে চান, সেটা তাদের সিদ্ধান্ত।’ ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও তা অন্তত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া টুর্নামেন্টটির ভবিষ্যত নিয়ে দফায় দফায় অনুষ্ঠিত হয়েছে বৈঠক। করোনার ভয়াবহ পরিস্থিতিতে ক্রমশই প্রবল হচ্ছে আইপিএলের এ আসর বাতিল হওয়ার সম্ভাবনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এটা এখন অনেকটাই স্পষ্ট যে ভারত সরকারই চায় না আইপিএল অনুষ্ঠিত হোক। ক্রমশ ছড়িয়ে পড়ছে মহামারী করোনাভাইরাস। ভয়াবহ এই ভাইরাস ঠেকাতে আগামীকাল রবিবার কারফিউ জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে কারফিউ জারির এ ঘোষণা দেন তিনি। এর আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরোক্ষভাবে জানিয়ে, দেয় তারা আইপিএল বাতিল করার পক্ষে। একজন মুখপাত্র নয়াদিল্লীতে গণমাধ্যমের সামনে আইপিএল বন্ধের আহ্বান জানান।
×